নিম্নচাপ অক্ষরেখার হাতছানি। সাময়িক ভাবে বাড়বে তাপমাত্রা বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, November 27, 2022

নিম্নচাপ অক্ষরেখার হাতছানি। সাময়িক ভাবে বাড়বে তাপমাত্রা বঙ্গে।


নিজস্ব সংবাদদাতা: জম্পেশ শীত চলছিল দক্ষিণবঙ্গে। কিন্তু তার মধ্যেই ফের নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যারজন্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। হাওড়া কলকাতা মেদিনীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে সাময়িক ভাবে গরম ভাব বাড়বে, বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থেকে ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত সময়সীমার মধ্যে। জলীয় বাষ্প প্রবেশ করার জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। কুয়াশার সম্ভাবনা বাড়বে। তবে বৃষ্টি হবেনা বলেই মনে করা হচ্ছে। হয়তো দু একটি অঞ্চলে হতেও পারে আবার নাও হতে পারে। উত্তরে বাতাসের জায়গায় পূবালী বাতাস ঢুকবে তারজন্য শীতের দাপট কিছুটা উধাও হয়ে যেতে পারে তবে সকাল ভোর ও রাতের দিকে শীতের আমেজ পাওয়া যাবে। আমি এটা উপকূলীয় অঞ্চলের কথা বলছি। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ও মধ্যবঙ্গে ভালোই ঠাণ্ডা অনুভব হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়বে না। যার জন্য উত্তরবঙ্গে শীতের দাপট অব্যাহত থাকবে। এই নিম্নচাপ অক্ষরেখা সরলেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে দ্বিগুণ শক্তিশালী হয়ে ফিরবে শীত দক্ষিণবঙ্গে।
২৭/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......