ডিসেম্বরের প্রথম সপ্তাহে জম্পেশ শীতের সম্ভাবনা। আশঙ্কা নিম্নচাপের। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, November 29, 2022

ডিসেম্বরের প্রথম সপ্তাহে জম্পেশ শীতের সম্ভাবনা। আশঙ্কা নিম্নচাপের।


নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের উপর জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য আপাতত শীতের প্রকোপ কমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে যে ঠাণ্ডার প্রকোপ হ্রাস পেয়েছে সেটা সাময়িক। আবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৫°সে ও তারো নীচে। তারজন্য বেশ ভালো ঠাণ্ডা অনুভব হবে কলকাতায়। তার পাশাপাশি সমগ্র দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও তাপমাত্রা নেমে যাবে ১০-১৩°সে বা তার নীচে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে গাল্ফ অফ থাইল্যান্ড থেকে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে আসতে পারে। যা বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করতে পারে। তবে এই নিম্নচাপ নিয়ে ভয় পাওয়ার তেমন কোন কারণ নেই পশ্চিমবঙ্গের। ডিসেম্বরের সিস্টেম সাউথ ইণ্ডিয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে থানে, ভারদা বা নিভারের মতো।
২৯/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......