নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে যারজন্য কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে এবং মেঘ প্রবেশ করছে। তবে পরিস্থিতির আমূল পরিবর্তন হতে চলেছে ২ রা ডিসেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ২ রা ডিসেম্বর থেকে শীতের দাপট ফের বাড়তে শুরু করবে এবং ৩ রা ডিসেম্বর আরও শীতের দাপট বেড়ে যাবে। তবে ৫ ডিসেম্বরের আশেপাশে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাডুর দিকে অগ্রসর হবে। তাই পশ্চিমবঙ্গে তেমন কোনো প্রভাব পড়বে না। বরং এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে উত্তরে বাতাসের প্রবাহ বাড়বে। যারজন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমাটি শীতের দাপট পাবে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের জেলাগুলোতে নিম্নচাপ অক্ষরেখার তেমন একটা প্রভাব পড়বে না। যার জন্য ভালোই শীত ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে।
৩০/১১/২০২২
No comments:
Post a Comment