নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হলেও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শীতের দাপট বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢোকার জন্য উপকূলীয় এলাকায় সর্বোনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। আমাদের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা ১৫°সে ও তার নীচে নেমে গিয়েছিল ২৩ থেকে ২৭ নভেম্বর ২০২২ এর মধ্যে। যা নভেম্বরের পরিপ্রেক্ষিতে জাঁকিয়ে শীত। পানাগড়ের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০°সে, পুরুলিয়া ১২°সে, শ্রীনিকেতন ১৩°সে, আমতা ১৫°সে, উলুবেড়িয়া ১৫°সে, খড়্গপু্র ১৪°সে, ক্যানিং ১৩.৯°সে, কল্যাণী ১২.৯°সে, হাবরা ১৩°সে, বর্ধমান ১৩°সে, বাগাতি ১১°সে, মুর্শিদাবাদ ১৩°সে । এবং বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ১৫°সে ৩ দিন ও তার বেশি স্থায়ী ছিল। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও উত্তর ২৪ পরগণা সহ বেশ কিছু জায়গায় ১৩°সে রেকর্ড হয়েছিল (হাবরা ও কল্যাণী), আসানসোল ও পুরুলিয়া ১১ ও ১২°সে রেকর্ড করেছিল। কলকাতা ও কিছু পৌর এলাকায় আঞ্চলিক ফ্যাক্টরের প্রভাবে তেমন একটা নামেনি তবে তাপমাত্রা বেশিরভাগ সময় স্বাভাবিক ছিল। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪°সে আশেপাশে ছিল। কিন্তু সাময়িক ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে তাপমাত্রা বাড়বে সেটা বলা হয়েছিল। সেই রূপ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তবে ২ তারিখ থেকে তাপমাত্রার পতন শুরু হবে। আশা করা যায় এই শীতের স্পেলে ১৫°সে বা তার নীচে কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার আমূল পরিবর্তন লক্ষ করা যাবে। ঠাণ্ডার দাপট বাড়বে সমগ্র দক্ষিণবঙ্গে। ২ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বরের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে অনেকটাই। তারজন্য নভেম্বরের তৃতীয় সপ্তাহের তুলনায় আরো কড়া শীত অনুভূত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ৮ থেকে ১৩°সে এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ১০ থেকে ১৫°সে এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৭°সে আশেপাশে। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ১৫°সে ও তার নীচে নেমে যেতে পারে। বাড়বে উত্তরে শীতল বাতাসের প্রবাহ। মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১-১২°সে ও তার নীচে ও। আপাতত আগামী ২৪-৪৮ ঘন্টায় বৃদ্ধি পেতে চলেছে রাজ্যজুড়ে শীতের দাপট।
১/১২/২০২২
No comments:
Post a Comment