নিজস্ব সংবাদদাতা: দিনের পর দিন ভারতের উপরেই নির্ভর করে বাংলাদেশের শীতভাগ্য। ভারত থেকে আসা শীতল উত্তরে বাতাসের জন্য বাংলাদেশে বাড়ে শীতের দাপট। যদি বলা হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাণ্ডা সেক্ষেত্রে রঙপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের শীত আসে ভারতের উত্তরবঙ্গ আসাম মেঘালয় বিহার রাজ্য থেকে। ঐ সমস্ত অঞ্চলে শীতবেল্টের উপরেই নির্ভর করে বাংলাদেশের উত্তরাঞ্চলের শীত। উত্তরবঙ্গে ভালোই শীতের দাপট রয়েছে। কোচবিহারের পুণ্ডিবারিতে ১লা ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯°সে। সেই কারণে উত্তরবঙ্গের দয়া দাক্ষিণ্য পেয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে বেড়েছে জব্বর শীতের দাপট। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আগামী ৪৮-৭২ ঘন্টায় শীতের দাপট বাড়বে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড বেল্টের শীত ঢুকবে যশোর খুলনা সাতক্ষীরা বিভাগে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলের শীতের দাপটেও ভারতের অবদান গুরুত্বপূর্ণ। ভারতের উপরেই নির্ভর করে বাংলাদেশের শীতভাগ্য। আসন্ন দিনে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়তে চলেছে আর তার জন্য বাংলাদেশেও জব্বর ঠাণ্ডা পড়তে চলেছে। বিশেষত রঙপুর রাজশাহী খুলনা বিভাগে এবছর জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে চলেছে। এর পাশাপাশি সিলেট বিভাগেও ভালো শীত অনুভূত হবে। আগামী ৭২ ঘন্টায় সমগ্র বাংলাদেশ জুড়ে বাড়বে শীতের দাপট।
২/১২/২০২২
No comments:
Post a Comment