উদয়নারায়ণপুর ৭.৫-১১.৫°সে, আমতা ৮.৫-১২.৫°সে, পশ্চিমাঞ্চল ৭-১১°সে। হাড় কাঁপানো শীত আসছে দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 13, 2022

উদয়নারায়ণপুর ৭.৫-১১.৫°সে, আমতা ৮.৫-১২.৫°সে, পশ্চিমাঞ্চল ৭-১১°সে। হাড় কাঁপানো শীত আসছে দক্ষিণবঙ্গে।


নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মান্দৌস ও উচ্চচাপ বলয়ের প্রভাবে শীত শীত অনুভূতি রাতের দিকে হলেও দিনের বেলায় চড়া রোদের নীচে দাঁড়ালে শীতের অনুভূতি তেমন হচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রার হ্রাস একটি নির্দিষ্ট সীমায় স্থবির হয়ে গেছে। পরিমণ্ডলে জলীয় বাষ্প পূর্ণ বাতাস ও শুষ্ক বাতাস উভয় থাকার জন্য তাপমাত্রার সামান্য কিছুটা উত্থান পতন হলেও হুড়মুড়িয়ে তাপমাত্রা নামতে পারছে না। তবে ১৬ ডিসেম্বর থেকে কড়া শীত অনুভূত হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। সামুদ্রিক উচ্চচাপ বলয় ও নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার জন্য ১৬ ডিসেম্বর থেকে হুড়মুড়িয়ে বাড়বে উত্তরে শুষ্ক হিমশীতল ঝাড়খণ্ড, উত্তর পশ্চিম ভারত ও বিহার থেকে আসা শীতল বাতাসের দাপট। সেই সঙ্গে এক ঝটকায় ১৬/১৭ ডিসেম্বর থেকে অনেকটাই বেড়ে যাবে শীতের দাপট। ১৬ থেকে ২০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সময়সীমার মধ্যে মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ সহ তীব্র ঠান্ডা পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। পশ্চিমাঞ্চল সহ সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব হবে। সমগ্র দক্ষিণবঙ্গে গড় সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১১°সে আশেপাশে ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে সাথে শৈত্যপ্রবাহ অনুভব হবে পশ্চিমাঞ্চল, মুর্শিদাবাদ, নদীয়া, ২৪ পরগণা, বর্ধমান, হাওড়া, হুগলি, মেদিনীপুর জেলায়। বর্তমান সময়ের থেকে ৫-৭°সে পর্যন্ত সর্বোনিম্ন তাপমাত্রার পতন হবে ১৬ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে এর নীচে নেমে যাবে। 
নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিমাঞ্চল হুগলি ২৪ পরগণা মেদিনীপুর হাওড়া হুগলি প্রভৃতি অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ১০°সে বা তার নীচে নেমে যেতে পারে। 
তীব্র উত্তরে শুষ্ক শীতল বাতাসের দাপটে দিনের বেলায় ভালো ঠাণ্ডা অনুভব হবে সেই সঙ্গে সূর্যাস্তের পর থেকে হুড়মুড়িয়ে বাড়বে শীত। কনকনে ঠান্ডা সমগ্র দক্ষিণবঙ্গে অনুভব হবে। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ থেকে ১৫°সে আশেপাশে। সুতরাং মরশুমের প্রথম কড়া ঠাণ্ডা পড়তে চলেছে। এক ঝলকে দেখে নেওয়া যাক কোথায় কতটা নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা?
হাওড়া (শহর): ১০-১৪°সে
হাওড়া (আমতা): ৮.৫-১২.৫°সে
হাওড়া (গ্রামীণ): ৯-১৩°সে
উদয়নারায়ণপুর: ৭.৫-১১.৫°সে
কলকাতা: ১১-১৫°সে
নদীয়া: ৮-১২°সে
২৪ পরগণা: ৮-১৪°সে
মেদিনীপুর: ৮-১৩°সে
মুর্শিদাবাদ: ৭-১১°সে
বর্ধমান: ৭-১২°সে
বীরভূম: ৭-১১°সে
হুগলি: ৮-১৩°সে
পুরুলিয়া: ৭-১১°সে
বাঁকুড়া: ৮-১২°সে
উপভোগ করুন আসন্ন মরশুমের প্রথম জব্বর কড়া শীত দক্ষিণবঙ্গবাসী। পুরো অন্য লেভেলের কনকনে জাঁকিয়ে শীত পড়তে চলেছে।
১৩ ডিসেম্বর ২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......