ঘূর্ণিঝড়ের মেঘ ঢুকে আকাশ থাকবে মেঘলা। বাড়বে তাপমাত্রা। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 08, 2022

ঘূর্ণিঝড়ের মেঘ ঢুকে আকাশ থাকবে মেঘলা। বাড়বে তাপমাত্রা।


নিজস্ব সংবাদদাতা: ৭ ডিসেম্বর ২০২২ তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মান্দৌস। ৭ ডিসেম্বর রাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বাতাসের গতি ঘন্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি ৪৮-৭২ ঘন্টার মধ্যে তামিলনাডুতে প্রবেশ করবে। ঘূর্ণিঝড় তামিলনাডু গেলেও ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড়ের আউটার ব্যাণ্ডের মেঘপুঞ্জ উচ্চস্তরের পশ্চিমা বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। যার জন্য দক্ষিণবঙ্গের আকাশ নাতি মেঘাচ্ছন্ন থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। মেঘ ঢোকার জন্য বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। হেজি আবহাওয়া দেখা যাবে। তবে মেঘাচ্ছন্নতার জন্য দিনের বেলায় ঠাণ্ডা ঠাণ্ডা ছদ্ম শীতের অনুভূতি পাওয়া গেলেও রাতের দিকে তাপমাত্রা হ্রাস পাওয়ার হার কমে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৭ ডিসেম্বর রাত ১১টা নাগাদ চেন্নাই থেকে ৭৩৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় মান্দৌস। ঘূর্ণিঝড়ের চারপাশে বাতাসের গতি ঘন্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে সঙ্গে সঙ্গে দমকা হাওয়ার ঝাপটা ঘন্টায় ৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি ৪৮-৭২ ঘন্টার মধ্যে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর ও তামিলনাডুর পুদুচেরীর মধ্যভাগে চেন্নাই দিয়ে বা চেন্নাইয়ের খুব কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র-তামিলনাড়ু-পুদুচেরী উপকূলে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮-৭২ ঘন্টায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ নাতি মেঘাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আউটার ব্যাণ্ডের মেঘপুঞ্জ থেকে বৃষ্টি হলেও তা বিছিন্ন ভাবে কয়েকটি স্থানে সীমাবদ্ধ হতে পারে। এই বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে।
৮/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......