নিউটাউন ১০°সে, পানাগড় ৮°সে। কাঁপিয়ে দিচ্ছে শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 17, 2022

নিউটাউন ১০°সে, পানাগড় ৮°সে। কাঁপিয়ে দিচ্ছে শীত।


নিজস্ব সংবাদদাতা: উত্তর পশ্চিম ভারত থেকে আসা কনকনে শুষ্ক শীতল বাতাস ও ঝাড়খণ্ড থেকে নেমে আসা শুষ্ক শীতল বাতাসের প্রবাহ যথেষ্ট বেড়ে গেছে দক্ষিণবঙ্গে। তারজন্য শৈত্যপ্রবাহ সহ প্রবল ঠাণ্ডার কবলে পড়েছে সমগ্র দক্ষিণবঙ্গ। পানাগড় বীরভূম মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা একক অঙ্কের ঘরে নেমে গেছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলজুড়ে ১০°সে এর ঘরে নেমে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। কল্যাণী, হাবরা, আমতা, ক্যানিং, নিউটাউন বর্ধমান সহ বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে এর ঘরে নেমে এসেছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ১১-১৩°সে এর ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা না আসার জন্য ও উত্তরে বাতাস বাঁধাহীন ভাবে বয়ে যাওয়ার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে। বয়ে যাবে বেশ কিছু জায়গায় শৈত্যপ্রবাহ। দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে বসেছে কনকনে তীব্র শীত।উত্তরবঙ্গের শৈলশহর কালিম্পংকে শীতের দিক থেকে হারিয়ে দিলো কলকাতার নিউটাউন। কালিম্পং এর সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫°সে। কলকাতার নিউটাউন ১০.০°সে।
পানাগড়: ৮.৬°সে
মুর্শিদাবাদ:৯.০°সে
বোলপুর: ৯.৪°সে
কল্যাণী: ১০.০°সে
নিউটাউন: ১০.০°সে
পুরুলিয়া:১০.১°সে
হাবরা: ১০.২°সে
আমতা: ১০.৭°সে
বর্ধমান: ১০.৮°সে
ক্যানিং: ১০.৮°সে
আসানসোল: ১১.৪°সে
ব্যারাকপুর: ১১.৪°সে
ধূলাগড়ী: ১১.৫°সে
উলুবেড়িয়া: ১১.৫°সে
বাঁকুড়া: ১১.৭°সে
১৭/১২/২২
@Weatherofwestbengal
১৭/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......