আবহাওয়া পূর্বাণুমাণ আর জ্যোতিষশাস্ত্রের পূর্বানুমান কি এক? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 18, 2022

আবহাওয়া পূর্বাণুমাণ আর জ্যোতিষশাস্ত্রের পূর্বানুমান কি এক?


নিজস্ব সংবাদদাতা: আবহাওয়াবিদ্যা হল বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলীয় ঘটনা এবং আমাদের আবহাওয়ার উপর বায়ুমণ্ডলীয় প্রভাবের অধ্যয়ন।
সিনপটিক এবং গতিশীল আবহাওয়া আবহাওয়ার দুটি প্রধান শাখা। 
সাইন্যপটিক আবহাওয়া বিদ্যা: সিনপটিক আবহাওয়াবিদরা বায়ুমণ্ডলের বর্তমান অবস্থা বিশ্লেষণ করতে এবং এর ভবিষ্যত অবস্থার ভবিষ্যদ্বাণী করতে যুগপত আবহাওয়া প্রতিবেদন ব্যবহার করেন। 
ডায়ানামিক আবহবিদ্যা: গতিশীল আবহাওয়াবিদরা বায়ুমণ্ডলের গতি বর্ণনা করতে গাণিতিক সমীকরণ ব্যবহার করেন।
আবহবিদ্যার কার্যকরী উপাদানসমূহ:
👉একটি পরিমাপ সিস্টেমের কার্যকরী উপাদান।
👉প্রাথমিক সেন্সিং উপাদান।
👉পরিবর্তনশীল রূপান্তর উপাদান.
👉পরিবর্তনশীল ম্যানিপুলেশন উপাদান।
👉সংকেত কন্ডিশনার উপাদান।
👉ডেটা ট্রান্সমিশন উপাদান।
👉ডেটা উপস্থাপনা উপাদান
পূর্বাভাস কি? পূর্বাভাস একটি কৌশল যা ভবিষ্যতের প্রবণতাগুলির দিক নির্ধারণে ভবিষ্যদ্বাণীমূলক অনুমান করতে ইনপুট হিসাবে ঐতিহাসিক ডেটা ব্যবহার করে।
পূর্বাভাসের প্রকার: 
👉 সংক্ষিপ্ত সময়ের পূর্বাভাস।
👉 বৃহত্তর সময়ের পূর্বাভাস
👉 তাৎক্ষণিক পূর্বাভাস
👉 অবসারভেশন ডেটা
🛑আবহাওয়া পূর্বাভাস প্রদান কি গবেষণা? (Methodology)
আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত কাজ কি নির্দিষ্ট চারদেয়ালের মধ্যে দেওয়া সম্ভব?? 
উত্তর: না। 
আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত কাজ কি চাকরি? 
উত্তর: না। আবহাওয়া পূর্বাভাস হলো গবেষণা বা প্রজেক্ট বেসিস। বর্তমান পারিপার্শ্বিক পরিবেশ ও নিউমেরিক্যাল মডেল পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ভবিষ্যতে আবহাওয়া কেমন যেতে চলেছে তার সম্পর্কে সিদ্ধান্তে আসার প্রক্রিয়া। যে কোনো গবেষণা দাঁড়িয়ে থাকে তথ্যের উপর। আর পর্যাপ্ত তথ্যের জন্য দরকার হয় নির্ভরযোগ্য পর্যবেক্ষণ যার বেশিরভাগ উন্মুক্ত পরিবেশ থেকে সংগ্রহ করা হয়। আবার বেশিরভাগ পর্যবেক্ষণ প্রকৃতির এক্সট্রিম কন্ডিশনে দাঁড়িয়ে করা হয়ে থাকে। যেমন: গরমকালে চাদিফাটা রোদের মধ্যে উন্মুক্ত প্রকৃতিতে দাঁড়িয়ে সর্বচ্চ তাপমাত্রা গ্রহণ বা কনকনে ভয়াবহ শীতের সময় ভোর বেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। আবার মুষলধারে বৃষ্টি চলাকালীন ৬ ঘন্টা ছাড়া ছাড়া রেনগজ ডেটা নেওয়া বা কালবৈশাখী / ঘূর্ণিঝড়ের সামনে দাঁড়িয়ে সর্বচ্চ বাতাসের গতিবেগ মাপা সবকিছু এর অন্তর্গত। যদিও বর্তমানে প্রযুক্তির উন্নতির জন্য পূর্বাভাস প্রদান কিছুটা সহজ হয়েছে। তাই আবহাওয়া সংক্রান্ত কাজ করলে তোমাকে বাইরে যেতেই হবে। কনকনে ঠান্ডায় বা তাপপ্রবাহের সামনে দাড়াতেই হবে। প্রকৃতির ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতেই হবে। এটা গেল বাইরের কাজ। প্রকৃতি থেকে সংগৃহীত ডেটা হলো পূর্বাভাস কতটা সঠিক তার প্রমাণ। এবার আসা যাক প্রাক পূর্বাভাস পদ্ধতি?? এক্ষেত্রে দরকার হয় উপগ্রহচিত্র বিশ্লেষণ। শুধু উপগ্রহচিত্র দেখলে হবেনা। উপগ্রহচিত্রে কোথায় কতটা মেঘ ঘনীভূত হচ্ছে। কোথায় কিরকম আবর্ত সৃষ্টি হচ্ছে সেটা দেখা ঘনীভবন একাধিক কারণে হয়। সেই কারণ খুঁজে পাওয়া হলো উপগ্রহচিত্র বিশ্লেষণের লক্ষ। সেটা খুঁজে পাওয়ার পর একাধিক গাণিতিক মডেল বিশ্লেষণ করে একটি সাধারণীকরণ সিদ্ধান্তে পৌঁছতে হয়। এখন মনে প্রশ্ন জাগবে কি এই গাণিতিক মডেল?? এই মডেল বর্তমান অবস্থার মধ্যে দিয়ে ভবিষ্যতে হতে চলা ঘটনাবলী বিচার করে। যেমন: উইণ্ডি হলো তিনটি গাণিতিক মডেলের সমন্বিত রূপ। জি এফ এস, ইসিএম ডব্লু এফ ও আইকন। বাস্তবিক ক্ষেত্রে ১২-১৫ টি এরকম মডেল রয়েছে যার সমন্বিত সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্তে আসতে হয়। এছাড়াও আরো অনেক প্যারামিটার রয়েছে যেগুলো বর্তমান অবস্থার উপর গুরুত্ব দেয় এবং ভবিষ্যতের উপরেও গুরুত্ব দেয়। সর্বশেষে মডেল ও তথ্য বিশ্লেষণ, উপগ্রহচিত্র বিশ্লেষণ ও সমন্বিতভাবে বিশ্লেষণের উপর পাওয়া সিদ্ধান্তের উপর প্রতিলিপি গঠন করতে হয় (একেই মেটেরিওলজিক্যাল গ্রাফিক্স) বলা হয়। এই প্রতিলিপি ও সারণী ধরে কম্পিউটারে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী প্রাপ্ত ফলাফল পূর্বাভাস হিসেবে লেখা হয়ে থাকে। এবং এই পূর্বাভাস সার্ভারে আপলোড বা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল হিসেবে জনগণের কাছে তুলে ধরা হয়। সুতরাং আবহাওয়া পূর্বাভাস চাকরির থেকেও গবেষণা/ প্রজেক্ট বেসিস (Tertiary economic activity)... হাইপোথেসিস গঠন ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তের সাধারণীকরণ। 
👉জ্যোতিষশাস্ত্র ও আবহাওয়া পূর্বাভাস কি এক??
এটা অত্যন্ত হাস্যকর প্রশ্ন। একটার বাস্তব অস্তিত্বই নেই। আর একটার বাস্তব ভূমি হলো প্রকৃতি এবং বিজ্ঞান। ফিজিক্স, জিওগ্রাফি, ওশেনোগ্রাফি, ম্যাথ, কম্পিউটার সাইন্স,  ক্লাইমেটোলজি এই ছয়টি শাখার আন্ত বিষয়ক চর্চা হলো মেটেরিওলজি।
18/12/2022

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......