দুয়ারে ভীষণ কনকনে ও কষ্টদায়ক তীব্র শৈত্যপ্রবাহ সহ শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, December 27, 2022

দুয়ারে ভীষণ কনকনে ও কষ্টদায়ক তীব্র শৈত্যপ্রবাহ সহ শীত।


নিজস্ব সংবাদদাতা: এক ধাক্কায় অকাল বসন্ত থেকে ভীষণ কনকনে ঠান্ডা। পারদ পতন হবে এক ধাক্কায় ৮-১০°সে পর্যন্ত কলকাতা হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে। তীব্র কনকনে ভীষণ শীত পড়তে আর মাত্র ২৪ ঘন্টা। ২৮ ডিসেম্বর সারাদিন ব্যাপী বয়ে যাবে হিমশীতল উত্তরে বাতাস ও সাথে শৈত্যপ্রবাহ। যার জন্য ২৯ ডিসেম্বর ভোরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৮-১২°সে এর মধ্যে। ১৬-২০°সে থেকে একধাক্কায় ৮-১২°সে ভীষণ গায়ে লাগবে শীত। সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার বিরাট পতন হবে ২৮ ডিসেম্বর ২০২২ থেকে। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কনকনে তীব্রতর ভয়াবহ শীত অনুভূত হবে সমগ্র হাওড়া। সূর্যাস্তের পর রীতিমতো কাঁপবে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গের জেলাগুলোতে দাপিয়ে বেড়াবে ভীষণ ঠাণ্ডা। ৩১ ডিসেম্বর থেকে আবার কিছুটা সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে । তবে জানুয়ারির ২ তারিখ থেকে আবার জাঁকিয়ে শীত অনুভূত হবে এবং জানুয়ারীর ২ তারিখ থেকে মরশুমের দীর্ঘতম কনকনে শীতের স্পেল থাবা বসাবে। সুতরাং যেসকল অনুগামী শীত নেই শীত নেই বলে চিৎকার করে চলেছে তারা ২৮ থেকে ৩০ ডিসেম্বরের শীতের স্পেলটা ভালোভাবে উপভোগ করুন। পুরো হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব হবে রীতিমতো কাঁপবে হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা ও পার্শ্ববর্তী জেলাসমূহ। ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত শর্ট অথচ এক সাংঘাতিক শীতের স্পেলে কোথায় কতটা নামবে সর্বনিম্ন তাপমাত্রা দেখে নেওয়া যাক:
কলকাতা: ১১-১৪°সে
নিউটাউন:৯-১২°সে
হাওড়া: ৯-১২°সে
হুগলি: ৯-১২°সে
নদীয়া: ৮-১১°সে
২৪ পরগণা:৯-১২°সে
মেদিনীপুর: ৯-১২°সে
মুর্শিদাবাদ:৮-১১°সে
বীরভূম:৭-১০°সে
পুরুলিয়া:৭-১০°সে
বাঁকুড়া:৮-১১°সে
মালদা:৭-১০°সে
জলপাইগুড়ি:৮-১১°সে
দিনাজপুর:৭-১০°সে
কোচবিহার:৮-১১°সে
দার্জিলিং:০-৫°সে
কালিম্পং:৫-৯°সে
সুতরাং মরশুমের শক্তিশালী ঠাণ্ডা পড়তে চলেছে।আর বাকি মাত্র ২৪ ঘন্টা। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় ২৪ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে। সেই সঙ্গে হুড়মুড়িয়ে হিমশীতল উত্তরে বাতাস প্রবাহিত হবে। যারজন্য প্রচণ্ড শীত অনুভূত হবে কলকাতা হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। পরিমণ্ডলে থেকে যাওয়া জলীয় বাষ্প শীতল উত্তরে বাতাসে ঘনীভূত হয়ে কুয়াশা বা ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে ২৮ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। শীতল উত্তরে বাতাসের প্রবাহ বাড়লে ২৯ ডিসেম্বর থেকে কুয়াশার দাপট কমে যাবে আপাতত ৩০ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। কুয়াশার সম্ভাবনা থাকলেও রৌদ্রজ্জ্বল শুষ্ক বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে সাথে জাঁকিয়ে শীত ও শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
২৭/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......