নিজস্ব সংবাদদাতা: পরপর তিনদিন ২০°সে এর ঘরে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়। পরপর তিনদিন ২০°সে অর্থাৎ উষ্ণতম দিনের হ্যাট্রিক করলো কলকাতা। ঠিক এরকম ঘটনা ঘটেছিল ২০০৪ সালে অর্থাৎ ২০২২ সাল থেকে ১৮ বছর আগে। তবে বিগত ৫০ বছরে এমন গরম অনুভব হয়নি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে পরপর তিনদিন ধরে।২০০৪ সালেও পরপর তিনদিন ২০°সে হয়নি। পরপর তিনদিন উষ্ণতম দিন পেয়ে মনে হয়েছিল শীত আর ফিরবেনা। চলে এলো অকাল বসন্ত। কিন্তু তা ভুল প্রমাণ করে বৃহস্পতিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর ২০২২ থেকে আবার পুরোদমে বাড়ছে উত্তরে বাতাস। সেই সঙ্গে আজ থেকেই বাড়বে কনকনে শীত। এবার অনেকের মনেই প্রশ্ন শীত অস্বাভাবিক হচ্ছে? যে শীত পড়ার কথা সেই হারে শীত পড়ছে না? বলাবাহুল্য দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল বাদে সব অঞ্চলেই ভালো শীত পড়েছে। এমনকি উপকূলীয় অঞ্চলে থাকা ক্যানিং, আমতা, বসিরহাট, বনগাঁ হাবরা কল্যাণী খড়্গপু্রে আগের শীতের স্পেলে ভালো ঠাণ্ডা পেয়েছে। একমাত্র কলকাতা বঞ্চিত হচ্ছে। যদিও কলকাতার নিউটাউনে ১০-১২°সে তাপমাত্রা আগের শীতের স্পেলে রেকর্ড হয়ে গেছে। একমাত্র কলকাতা, দমদম এই জায়গায় উল্লেখযোগ্য শীত পাচ্ছে না। এক্ষেত্রে বলা যায় কলকাতা প্রচুর পরিমাণে কনজাস্টেড অঞ্চল হয়ে যাওয়ার জন্য ও প্রচুর পরিমাণে উঁচু উঁচু বাড়িঘর তৈরি হওয়ায় কলকাতা যেন ধীরে ধীরে একটা বড় "আবদ্ধ খাঁচায়" পরিণত হচ্ছে যারজন্য লাগাম ছাড়া গরম পড়লেও শীত কমছে। তবে বর্তমান শীতের স্পেলে ১১-১৩°সে এর আশেপাশে নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এখন কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ১১-১৩°সে নামতে গেলে সমগ্র দক্ষিণবঙ্গে সমহারে উল্লেখযোগ্য তাপমাত্রার পতন হতে হবে। উচ্চহারে উত্তরে বাতাসের প্রবাহ দরকার। নাহলে শীতের স্পেলকে দীর্ঘস্থায়ী হতে হবে। আশা করা যায় প্রথম দুটো শর্ত বর্তমান শীতের স্পেলে পেয়ে যাবে কলকাতা। যারজণ্য সর্বোনিম্ন তাপমাত্রা ২৮-৩০ ডিসেম্বরের মধ্যে ১১-১৩°সে আশেপাশে নেমে যাবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবার জন্য ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ২০°সে উঠে গিয়েছিল। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকিয়ে দেওয়ার জন্য লাগাম ছাড়া উর্ধমুখী হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। তবে এটি একটি স্বাভাবিক কারণেই অস্বাভাবিক উর্দ্ধমুখী তাপমাত্রা। শীতকালে উচ্চচাপ বলয়ের সঙ্গে সম্মিলন অঞ্চল বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকলে মেঘলা আকাশ ও বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও উল্লেখযোগ্য বাড়েনা ১৫-১৬°সে আশেপাশে থাকে। কিন্তু প্রদত্ত উচ্চচাপ বলয় তৈরি হয়েছিল সামুদ্রিক নিম্নচাপের প্রভাবে। অন্যদিকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ও দুর্বল সম্মিলন অঞ্চল তৈরি হওয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দিনভর মেঘলা আকাশ দেখা যায়নি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৯°সে আশেপাশে ছিল। তাই সর্বনিম্ন তাপমাত্রা ২০°সে উঠে গিয়েছিল কলকাতায়। তবে আগামী ৪৮ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
২৮/১২/২২
No comments:
Post a Comment