এক ধাক্কায় ২০ থেকে ১২°সে। যেন স্বপ্নের মতো ৮°সে পারদ পতন কলকাতায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 29, 2022

এক ধাক্কায় ২০ থেকে ১২°সে। যেন স্বপ্নের মতো ৮°সে পারদ পতন কলকাতায়।


নিজস্ব সংবাদদাতা: ২৪ ঘন্টা আগে ২৮ ডিসেম্বর ২০২২ কোথায় ২০°সে রেকর্ড হয়েছিল কলকাতার চারটি সেক্টর আলিপুর, দমদম, সল্টলেক ও নিউটাউন অঞ্চলে। মাত্র ২৪ ঘন্টার তফাতে ২৯ ডিসেম্বর ২০২২ সকাল ৬.১৫ মিনিট নাগাদ সেই তাপমাত্রা নেমে আসে ১২°সে এর ঘরে। কলকাতার রাজারহাট -নিউটাউন অঞ্চল হলো এক স্বপ্নের মতো হুড়মুড়িয়ে শীত পড়ার সাক্ষী। কলকাতার রাজারহাট -নিউটাউন অঞ্চলে ২৯ ডিসেম্বর ২০২২ সকালে সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩°সে। অন্যদিকে এবারের শীতে দমদম পিছিয়ে নেই। কলকাতার দমদমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.২°সে। অর্থাৎ ৭°সে পারদ পতন হয়েছে মাত্র ২৪ ঘন্টার তফাতে। কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪°সে অর্থাৎ ৬°সে পারদ পতন হয়েছে। তবে রাজা তো রাজাই হয়। সকলকে ছাড়িয়ে গিয়ে কলকাতার রাজারহাট শীতের দিক থেকে কলকাতার সেরা হয়ে উঠেছে। এবারে কালিম্পংকে ধরতে না পারলেও এমন কিছু শহরকে টেক্কা দিয়েছে যেখানে শীতকালে যাওয়ার কথা ভাবলেও শরীরটা কনকন করে ওঠে। দেখা যাক নিউটাউনের সমতুল্য বা পিছনে রয়েছে কোন কোন শহর?
মেদিনীপুর: ১৩.০°সে
মুকুটমনিপুর:১৩.১°সে
কলাইকুণ্ডা:১২.২°সে
কৃষ্ণনগর:১২.৫°সে
ক্যানিং: ১২.৫°সে
কল্যাণী:১২.৬°সে
খড়িবাড়ি:১৩.১°সে
আমতা:১২.২°সে
মগরা -বাগাটি:১২.৫°সে
বাঁধাহীন ভাবে উত্তরে বাতাস প্রবাহিত হবার জন্য ২৪-৪৮ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে ১ জানুয়ারি থেকে  তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে তবে আর ২০°সে উঠবে না।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......