স্বপ্নের মতো ৫.৪°সে পারদ পতন। হাওড়ার আমতায় ১৩.৮°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, December 03, 2022

স্বপ্নের মতো ৫.৪°সে পারদ পতন। হাওড়ার আমতায় ১৩.৮°সে।


নিজস্ব সংবাদদাতা: এযেন স্বপ্নের মতো পারদ পতন শুরু হলো ঠিক ২রা ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে তাপমাত্রা নামলো ১৯.২°সে, রাত ৮.৩০ মিনিট তাপমাত্রা ১৮.৩°সে, রাত ৯.৩০ মিনিট তাপমাত্রা নামলো ১৭.৬°সে, রাত ১০.৩০ মিনিট তাপমাত্রা নামলো ১৬.৯°সে , রাত ১১.৩০ মিনিট তাপমাত্রা নামলো ১৬.১°সে হাওড়া জেলার আমতা শহরে। রাত ১১.৩০ মিনিটের মধ্যে ভোর ৫ টার মধ্যে আরো ২.৪°সে কমলো তাপমাত্রা‌। নামলো ১৩°সে এর ঘরে হাওড়া জেলার আমতার সর্বোনিম্ন তাপমাত্রা। অন্যদিকে হাওড়া জেলার উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.০°সে। অর্থাৎ জম্পেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে হাওড়া জেলায়। আগামী ৪৮-৭২ ঘন্টায় আরো জম্পেশ ঠাণ্ডা অনুভব হবে ও মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে সমগ্র হাওড়া জেলাজুড়ে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে ১৪.৮°সে পর্যন্ত নেমেছিল হাওড়ার আমতার সর্বোনিম্ন তাপমাত্রা। কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহের শীতে টানা ১°সে কমে এসেছে সর্বোনিম্ন তাপমাত্রা। বেড়েছে উত্তরে শীতল শুষ্ক বাতাসের দাপট। তবে কলকাতায় শীত তেমন ভাবে পড়েনি। কলকাতার একাংশে নিউটাউনের দিকে ১৫.০°সে তাপমাত্রা নামলেও মূল কলকাতা বঞ্চিত হচ্ছে জাঁকিয়ে ঠাণ্ডা থেকে। তবে ৪৮-৭২ ঘন্টায় বাড়তে পারে ঠাণ্ডা কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে।
৩/১২/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......