নিজস্ব সংবাদদাতা: বড়োদিনে জম্পেশ ঠাণ্ডা সমস্ত পশ্চিমবঙ্গবাসীই আশা করে থাকে। কিন্তু এবারে হয়তো বড়দিন সন্তোষজনক নাও হতে পারে শীতের দিক থেকে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঠাণ্ডা কিছুটা বেশি অনুভব হলেও কলকাতা হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিশেষত দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঠাণ্ডা অনেকটাই কমে যাবে। আপাতত ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত ভালোই ঠাণ্ডা অনুভব হবে দক্ষিণবঙ্গে। তবে ২৪ ডিসেম্বর ও তারপর থেকে শীতের দাপট অনেকটা কমে যাবে। এমনকি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা ১৮-২১°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩১°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারজন্য দিনের বেলায় গরম অনুভব হতে পারে। ২৬ ডিসেম্বর ও তার পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে, বাংলাদেশের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। মেঘবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে। মেঘলা আকাশ, কুয়াশা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বড়দিন ও তার পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ ডিসেম্বর ও তার পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। কমতে পারে শীত। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবার পাশাপাশি একাধিক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে শীতের দাপট হ্রাস পাবে। তবে নববর্ষের সময় এমন ঠাণ্ডা পড়বে বড়োদিনের ঠাণ্ডা না পড়া সুদে আসলে উষুল করে নেবে শীত। এখনো পর্যন্ত বছরের সেরা শীত পড়তে চলেছে বর্ষশেষ ও নববর্ষের সপ্তাহে ।
১৯/১২/২০২২
No comments:
Post a Comment