নিজস্ব সংবাদদাতা: জানুয়ারির প্রথম সপ্তাহের থেকেও আরো মারাত্মক ঠাণ্ডা পড়তে চলেছে জানুয়ারির তৃতীয় সপ্তাহে। এই ঠান্ডা অত্যন্ত সাংঘাতিক শীত হতে চলেছে। হাড়কাঁপানো শীতের সঙ্গে চলবে শৈত্যপ্রবাহ। রীতিমতো কাঁপিয়ে দেবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে। উত্তর পশ্চিম ভারত, বিহার ও ঝাড়খণ্ড থেকে ঢুকবে হিমশীতল উত্তরে বাতাস। উত্তরে বাতাসে ভর করে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা অনুভব হবে। পশ্চিমাঞ্চল থেকে হাওড়া কলকাতা সব অঞ্চলেই মারাত্মক ঠাণ্ডা অনুভব হবে। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৯ থেকে ১১°সে আশেপাশে। অন্যদিকে হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১০°সে আশেপাশে। (+-১°সে এর হেরফের হতে পারে)। হুগলি নদীয়া ২৪ পরগণা জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে ৬ থেকে ৯°সে এর আশেপাশে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা নামতে পারে ৫-৮°সে এর আশেপাশে। কোথাও কোথাও পশ্চিমাঞ্চলের বিছিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৫°সে পর্যন্ত রেকর্ড হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভয়াবহ ঠাণ্ডা পড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে ৩ থেকে ৮°সে এর আশেপাশে। বিছিন্ন পকেটে ১ থেকে ৫°সে পর্যন্ত রেকর্ড হতে পারে। ভয়াবহ ঠাণ্ডার হটস্পট হতে পারে দিনাজপুর, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া উত্তর ২৪ পরগণা বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম প্রভৃতি অঞ্চল। প্রবল বেগে বয়ে যাবে হিমশীতল উত্তরে বাতাস। আপাতত ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত অর্থাৎ ১সপ্তাহ জুড়ে চলবে শৈত্যপ্রবাহ সহ ভয়ঙ্কর শীতের দাপট। পুরো কেঁপে যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। মরশুমের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও সবচেয়ে ভয়াবহ ঠাণ্ডার স্পেল হতে চলেছে আসন্ন শীতের স্পেল। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে তুষারপাত ঘটাবে। সেই তুষারপাতের কারণে উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের নিচে নেমে যাবে। উত্তর পশ্চিম ভারত থেকে নেমে আসবে হিমশীতল ভয়াবহ ঠাণ্ডা উত্তরে বাতাস আর সেই প্রবল ঠাণ্ডা তীব্র উত্তরে বাতাসের প্রভাবেই জম্পেশ ঠাণ্ডা অনুভব হবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলমান শীতের স্পেল কিছুটা দুর্বল হয়ে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ও দখিনা বাতাস ঢুকবে। আর ১৬ বা ১৭ তারিখ থেকে জম্পেশ ঠাণ্ডা পড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গে এবং যা দীর্ঘস্থায়ী হবে ২২ বা ২৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়ের উপর ভিত্তি করে পরবর্তী পর্যায়ে সময়সীমার কিছুটা হ্রাস বৃদ্ধি হতে পারে। কোথায় কতটা শীতের দাপট হবে দেখে নেওয়া যাক:
দিনাজপুর: ৩ থেকে ৭°সে
জলপাইগুড়ি: ৪ থেকে ৮°সে
কোচবিহার: ৩ থেকে ৭°সে
মালদা:৪ থেকে ৮°সে
দার্জিলিং:-৩°সে থেকে ২°সে
কালিম্পং:২ থেকে ৬°সে
পুরুলিয়া: ৩ থেকে ৭°সে
বীরভূম: ৪ থেকে ৮°সে
মুর্শিদাবাদ:৫ থেকে ৯°সে
পশ্চিম বর্ধমান: ৪ থেকে ৮°সে
পূর্ব বর্ধমান:৫ থেকে ৯°সে
বাঁকুড়া: ৫ থেকে ৯°সে
পশ্চিম মেদিনীপুর: ৬ থেকে ১০°সে
হুগলি: ৬ থেকে ১০°সে
হাওড়া: ৭ থেকে ১১°সে
নদীয়া:৬ থেকে ১০°সে
উত্তর ২৪ পরগণা: ৭ থেকে ১১°সে
দক্ষিণ ২৪ পরগণা: ৮ থেকে ১২°সে
পূর্ব মেদিনীপুর: ৮ থেকে ১২°সে
কলকাতা: ৯ থেকে ১৩°সে
পূর্বাভাস: ১০ জানুয়ারি ২০২৩
Wow
ReplyDelete