১১/১/২৩
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ শীতে জেরবার হয়ে পড়েছে উত্তরবঙ্গ। রীতিমতো থরথর করে কাঁপছে উত্তরবঙ্গে কালিম্পং থেকে কোচবিহার। রায়গঞ্জ থেকে রতুয়া। উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ১১ জানুয়ারি ২০২৩ সকালে রেকর্ড করা হয়েছে ১০°সে এর নীচে । রায়গঞ্জ, রতুয়া, চোপরা, পুণ্ডিবারি, জলপাইগুড়ি অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ থেকে ৯°সে এর আশেপাশে । আগামী বেশ কিছুদিন উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত অনুভূত হবে। তবে ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রা হালকা কিছুটা বাড়তে পারে আবার কোথাও কমবে আবার কোথাও কোথাও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে ১৬ জানুয়ারি ২০২৩ থেকে বছরের সবচেয়ে শক্তিশালী শৈত্যপ্রবাহ প্রভাবিত করবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এই সময়ে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা নামতে পারে ৩ থেকে ৭°সে আশেপাশে। সে এক ভয়াবহ ঠাণ্ডা পুরো হাত পা ঠান্ডা করা ভয়াবহ শীত আসতে চলেছে ১৬ থেকে ২২ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে । আপাতত ১১ জানুয়ারি জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৮°সে। তাই উত্তরবঙ্গের দিকে যে সমস্ত পর্যটক বেড়াতে যাচ্ছেন তাঁদের এক ভয়াবহ শীতের সম্মুখীন হতে হবে এটা ধরে নিয়েই যেতে হবে। মোটা জামাকাপড় সহ মারাত্মক শীত মোকাবিলার ব্যবস্থা করে যেতে হবে। ১৪ থেকে ১৮ জানুয়ারি ২০২৩ এর মধ্যে সিকিম ও দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment