পরপর তিনদিন হ্যাট্রিক সিঙ্গেল ডিজিট হাওড়ায়। নদীয়ার কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, January 08, 2023

পরপর তিনদিন হ্যাট্রিক সিঙ্গেল ডিজিট হাওড়ায়। নদীয়ার কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯°সে।

নিজস্ব সংবাদদাতা: পরপর তিনদিন হ্যাট্রিক সিঙ্গেল ডিজিটে থাকলো হাওড়া জেলার আমতা মেলাইপাড়া। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ জানুয়ারি ৮.৮°সে, ৭ জানুয়ারি ৯.১°সে ও ৮ জানুয়ারি ৯.০°সে। পরপর তিনদিন হ্যাট্রিক সিঙ্গেল ভিজিটের তকমা পেল হাওড়া জেলার আমতা। অন্যদিকে নদীয়ার কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৯°সে ৮ জানুয়ারি ২০২২. সমগ্র নদীয়া জেলা কাঁপছে ভীষণ শীতে। নদীয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। উত্তর পশ্চিম ভারতের উপর একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যা পরবর্তী ৪৮ ঘন্টায় উত্তরে বাতাসের প্রবাহকে কিছুটা কমালেও জম্পেশ শীত বিরাজ করবে ১২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। তাপমাত্রার মূলত উত্থান পতন হবে। তাপমাত্রা উল্লেখযোগ্য বাড়ার সম্ভাবনা নেই সমগ্র দক্ষিণবঙ্গে ১২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে। সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে শীতলতম স্থান চিহ্নিত হয়েছে কোচবিহার জেলার পুণ্ডিবারি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.২°সে।
৮/১/২০২৩.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......