১৪ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন জেলাগুলোতে ঘনিয়ে এলো ঘন কুয়াশা সাথে বেলা গড়ালেও মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ। হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা নদীয়া মেদিনীপুর জেলায় ঘনকুয়াশা ও মেঘলা আকাশ থাকার পাশাপাশি বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা কমে এলো শীতের দাপট। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গজুড়ে কুয়াশাচ্ছন্ন ও মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাবে কোনো কোনো সময় রোদের দেখা মিললেও তা ঝাপসা রোদ। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়ের সঙ্গে পরিমণ্ডলে প্রচুর পরিমাণে ঢুকছে সামুদ্রিক আদ্র বাতাস। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার জন্য উত্তর পশ্চিমা বাতাসের প্রবাহ কমেছে। উচ্চচাপ বলয়ের প্রভাবে শীত কমে গেছে দক্ষিণবঙ্গে। এই উচ্চচাপ বলয়ের প্রভাব আগামী ৪৮ ঘন্টা থাকবে। তাই দক্ষিণবঙ্গে নাতিশীতোষ্ণ আবহাওয়া, মেঘাচ্ছন্ন ও ঝাপসা সূর্যালোক যুক্ত আবহাওয়া, কুয়াশা ও ঘন কুয়াশা দেখা যাবে। ১৬ জানুয়ারি থেকে শীতের দাপট বাড়বে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। সামুদ্রিক উচ্চচাপ বলয়ের প্রভাবে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হবে মনে হবে বসন্ত চলে এসেছে আগামী ২ দিন। তারপর আবার ঠাণ্ডা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় উচ্চচাপ বলয়ের প্রভাব বেশি থাকবে।
No comments:
Post a Comment