১৬ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: উচ্চচাপ বলয়ের প্রভাব আজ ১৬ জানুয়ারি ২০২৩ কমে এসেছে এবং তার পাশাপাশি উত্তরে হিমশীতল বাতাসের প্রবাহ বাড়ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যারজন্য উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ১৬ জানুয়ারি ২০২৩ ঠাণ্ডা বাড়তে চলেছে। এমনকি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া জেলায় ভীষণ ঠাণ্ডা অনুভব হবে। দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া ২৪ পরগণা কলকাতা মেদিনীপুর জেলায় ঠাণ্ডার প্রকোপ ১৬ জানুয়ারি ২০২৩ বাড়বে। উত্তরবঙ্গের মালদা দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ১৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হচ্ছে জম্পেশ শীতের স্পেল। কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ ও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত স্থায়ী হবে। উত্তরবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৮°সে পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অভ্যন্তরীন জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা ১৭ জানুয়ারি ২০২৩ ভোরে ৮ থেকে ১৩°সে আশেপাশে নেমে যেতে পারে। অন্যদিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫°সে আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একধাক্কায় ১৮ থেকে ২০°সে থেকে ১২ থেকে ১৫°সে নেমে যাওয়ায় রীতিমতো ঠাণ্ডা অনুভব হবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। অন্যদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, নদীয়া, মেদিনীপুর ২৪ পরগণায় ১০ থেকে ১৪°সে আশেপাশে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১৭ জানুয়ারি ২০২৩ ভোরে। উচ্চ তাপমাত্রার পতনের জন্য দক্ষিণবঙ্গ আজ কেঁপে যাবে ঠাণ্ডায়।
No comments:
Post a Comment