১৭ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: জানুয়ারির শেষ সপ্তাহে আসছে মরশুমের সবচেয়ে কনকনে শীত দক্ষিণবঙ্গে। কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু ত্যাগ দিতে হয় এবারে না হয় সরস্বতী পূজার আনন্দ উল্লাস একটু ত্যাগ দিতে হবে। সরস্বতী পূজার সপ্তাহে ঢুকছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আর তার জেরে তৈরি হওয়া সম্মিলন অঞ্চলের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ২৫ থেকে ২৭ জানুয়ারি ২০২৩ এর মধ্যে। সরস্বতী পূজা পড়ছে ২৬শে জানুয়ারি ২০২৩ তাই সরস্বতী পূজার আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া। তবে এই মেঘবৃষ্টির খেলা যাওয়ার পর তৈরি হবে মরশুমের সবচেয়ে কনকনে শীতের স্পেল যেখানে উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে শূন্যের কোঠায় বা তার নীচে। পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া কনকনে হিম শীতল বাতাস পশ্চিমী ঝঞ্ঝার পেছনে পেছনে আসবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। এখন প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা ও সম্মিলন অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গের কোথায় কতটা বৃষ্টি হবে, হালকা না ভারী কেমন বৃষ্টি হবে নাকি শুধুই আকাশ মেঘলা থাকবে তার জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। পশ্চিমী ঝঞ্ঝা ও সম্মিলন অঞ্চলের প্রভাবে ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ২৪ থেকে ২৮শে জানুয়ারির মধ্যে। তবে ঐ পশ্চিমী ঝঞ্ঝা বেরিয়ে যাওয়ার পর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঠাণ্ডা পড়তে চলেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে বলা যায় উত্তরে বাতাসের কৃপায় উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বেড়েছে শীতের দাপট। দক্ষিণবঙ্গে ১৭ জানুয়ারি ২০২৩ আরো বেশ খানিকটা কমবে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২০/২১ জানুয়ারি পর্যন্ত ভালোই ঠাণ্ডা অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে। ২২ থেকে ২৪ জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে তার প্রভাবে তাপমাত্রা বাড়বে সমগ্র উত্তর পশ্চিম ভারতে ভারতের বড়ো অঞ্চল জুড়ে বৃষ্টি ঘটাবে। তবে ১৮ জানুয়ারি ২০২৩ বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হচ্ছে দক্ষিণবঙ্গে। আকাশ ঝাপসা বা সাময়িক মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এর বেশি কিছু হবেনা।
No comments:
Post a Comment