২০ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: কমে যাবে উত্তরে বাতাস। সেই যায়গায় স্থান দখল করবে সামুদ্রিক আদ্র বাতাস জানুয়ারির ২৩ তারিখ থেকে পরবর্তী প্রায় এক সপ্তাহ। অর্থাৎ ২৩ জানুয়ারি ২০২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় অস্বাভাবিক হারে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাবে সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। যারজন্য জানুয়ারি মাসেই তেজ রোদ সহ প্রচণ্ড গরম ও জানুয়ারি মাসের তাপমাত্রার পরিপ্রেক্ষিতে তাপপ্রবাহ সদৃশ অবস্থা দেখা যাবে। ২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩০°সে ও তার উপর চলে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯°সে থেকে ৩৪°সে এর আশেপাশে থাকবে ২৩ থেকে ২৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে কলকাতা হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। এই সময় প্রখর রোদ সহ বেশ গরম ও অসস্তি অনুভব হবে অনেকটা মার্চ মাসের আবহাওয়ার মতো আবহাওয়া থাকবে। দিনের বেলায় প্রখর রোদ সহ গরম ও রাত থেকে সকালের মধ্যে কিছুটা মনোরম শীতলতা অনুভব হবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২২°সে আশেপাশে ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪°সে আশেপাশে। রাতের দিকে কিছুটা মনোরম আমেজ পাওয়া গেলেও সামগ্রিক ভাবে আবহাওয়া অকল্পনীয় গরম হয়ে উঠবে। এই সময়ের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ২৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে মূলত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে তবে পরিমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি হতে পারে বা অংশত হালকা মেঘাচ্ছন্নতা দেখা যেতে পারে। বেশিরভাগ সময় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। সরস্বতী পূজার দিন বৃষ্টির সম্ভাবনা নেই তবে গরম ও অসস্তি ভালোই অনুভব হবে দক্ষিণবঙ্গে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার শীত ফিরে আসতে পারে। উত্তর পশ্চিম ভারতে আসা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ও সামুদ্রিক উচ্চচাপ বলয়ের প্রভাবে গরমের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment