২১ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: সরস্বতী পূজার সবকিছু আনন্দের হলেও কনকনে শীতের মধ্যে স্নানের প্রথা বড়োই চ্যালেঞ্জিং হয়ে ওঠে আমবাঙালির জন্য। সকালে উঠে স্নান করতেও অনেকের দ্বিধা বোধ হয়। কিভাবে সাতসকালে গায়ে ঠাণ্ডা জল দেব? ভাবলেই যেন শরীর কেঁপে যায়। ২০২৩ সালের সরস্বতী পূজায় স্নান করতে হলেও ঠাণ্ডা উধাও হয়ে যাবে সরস্বতী পূজায় উল্টে বাড়বে গরম। তাই এবারে অন্তত কনকনে শীতের মধ্যে স্নানের কষ্ট লাঘব হবে ছোট থেকে বড় সকলের। সরস্বতী পূজার দিন অর্থাৎ ২৬ শে জানুয়ারি ২০২৩ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৩°সে এর আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা উঠে যাবে ২১°সে এর আশেপাশে তাই জাঁকিয়ে শীতের যায়গায় রীতিমতো গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে। পুরো উত্তর পশ্চিমা বাতাসের প্রবাহকে আটকে দেবে পশ্চিমী ঝঞ্ঝা। সেই যায়গায় সমুদ্র থেকে ঢুকবে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস। চড়া রোদ সহ গরম ও অসস্তি অনুভব হবে। জাঁকিয়ে শীতের যায়গায় গরম ও অসস্তি অনুভব হবে সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজায় কিছুটা বাসন্তিক ও বেশিরভাগ সময় গ্রীষ্মের আবহাওয়া অনেকটা মার্চ মাসের মতো আবহাওয়া অনুভব হবে। কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় বেশ ভালো রকম গরম ও অসস্তি অনুভব হবে। সরস্বতী পূজার দিন পশ্চিমী ঝঞ্ঝার কারণে টুকটাক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল তবে সেই সম্ভাবনা কেটে গেছে। সরস্বতী পূজার দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
No comments:
Post a Comment