২৪ জানুয়ারি ২০২৩
নিজস্ব সংবাদদাতা: ২৪ জানুয়ারি ২০২৩ সকালে নিউটাউনে ঘনকুয়াশা দেখা দিয়েছে। ঘনকুয়াশা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে সামুদ্রিক আদ্র বাতাস প্রবেশ করার জন্য সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে গেছে। আগামী দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। সরস্বতী পূজার সময় শীতের বদলে ঘেমে নেয়ে একসা হবে কলকাতা হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলো। সাথে থাকবে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২°সে আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০°সে আশেপাশে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোথাও কোথাও কুয়াশা বা ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে আসা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের প্রভাবে শীতের দাপট কমেছে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment