চড়া রোদ ও শীতল রাতের সময় আসছে। বাড়ছে উত্তরে বাতাসের প্রবাহ দক্ষিণবঙ্গে। বাড়বে ঠাণ্ডা। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, January 27, 2023

চড়া রোদ ও শীতল রাতের সময় আসছে। বাড়ছে উত্তরে বাতাসের প্রবাহ দক্ষিণবঙ্গে। বাড়বে ঠাণ্ডা।

নিজস্ব সংবাদদাতা: বিগত দিনে দখিনা বাতাসের প্রবাহ কমে বাড়ছে উত্তরে বাতাসের প্রবাহ তারজন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বাড়বে ঠাণ্ডা। ঠাণ্ডা বাড়বে রাত ভোর ও সকালের দিকে। তবে উত্তরে বাতাসে আপাতত কনকনে ভাব না থাকায় বাসন্তিক সুন্দর আবহাওয়া অনুভব হবে দক্ষিণবঙ্গে। দিনের বেলায় চড়া রোদে গরম অনুভব হবে। সঙ্গে থাকবে উত্তরে বাতাস যারজন্য আরামদায়ক আবহাওয়া অনুভব হবে। অন্যদিকে সূর্যাস্তের পর তাপমাত্রার পতন হবে যারজন্য রাতের দিকে বাড়বে ঠাণ্ডার আমেজ বিগত দিনের তুলনায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থাকে ১৮°সে আশেপাশে। ২৮ থেকে ৩০ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩ থেকে ১৬°সে আশেপাশে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে যারজন্য ২৮ থেকে ৩০ জানুয়ারি ২০২৩ এর মধ্যে দিনের বেলায় আরামদায়ক আবহাওয়া থাকলেও রাতের দিকে ঠাণ্ডার অনুভূতি ভালোই পাওয়া যাবে। অন্যদিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবার কনকনে ঠান্ডা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। একটা শৈত্যপ্রবাহ সম্ভবত হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১৪°সে আশেপাশে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে একক অঙ্কের ঘরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কমবে সর্বোচ্চ তাপমাত্রা। তাই সামগ্রিক ভাবে ঠাণ্ডা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আপাতত নাতিশীতোষ্ণ আরামদায়ক বা কিছুটা গরম দিন ও শীতল রাত অনুভব হবে দক্ষিণবঙ্গে জানুয়ারির বাকি দিনগুলোতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জব্বর শীত আসছে দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের প্রভাব হ্রাস পাওয়ার জন্য শীতের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
২৭ জানুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......