নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়া এক বিরল ঘটনা। শুধু নিম্নচাপ সৃষ্টি হয়েই শেষ নয় আগামী ৭২ ঘন্টার মধ্যে নিম্নচাপটি শক্তিবৃদ্ধি করে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এমনকি থাকছে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনাও। নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা ও দক্ষিণ তামিলনাডুতে বৃষ্টি, দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সাগরে থাকা নিম্নচাপ উত্তর ভারত থেকে টেনে আনছে জোরালো উত্তরে বাতাস। জোরালো উত্তরে বাতাস প্রবাহিত হবার জন্য ৪৮ থেকে ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গে শীতের প্রকোপ বাড়বে। দিনের বেলায় তেজ রোদে গরম অনুভব হলেও রাতের দিকে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব বাড়বে। দিনের বেলায় উত্তরে বাতাস প্রবাহিত হবার জন্য একমাত্র রোদের নীচে ছাড়া সমগ্র জায়গাতেই আরামদায়ক আবহাওয়া অনুভব হবে। রাতের দিকে ঠাণ্ডা বাড়বে। এবং ফেব্রুয়ারির প্রথম থেকে একদফা কনকনে ঠান্ডা আসতে চলেছে দক্ষিণবঙ্গে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০ থেকে ১৪°সে আশেপাশে। সময়বিশেষে তাপমাত্রার ১-২°সে হেরফের হতে পারে। আপাতত সমুদ্রে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়বে না দক্ষিণবঙ্গে। তবে এই নিম্নচাপ যে উত্তরে বাতাসকে টেনে নিয়ে আসছে তা ঠাণ্ডা বাড়াবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশা হতে পারে তবে উত্তরবঙ্গেও ভালো ঠাণ্ডা অনুভব হবে।
২৮ জানুয়ারি ২০২৩
No comments:
Post a Comment