নিজস্ব সংবাদদাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩১ জানুয়ারি ২০২৩ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। কিছুদিন আগেই উত্তর পশ্চিম ভারতের উপর একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করেছিল যা বর্তমানে সরে এসেছে পশ্চিমবঙ্গের দিকে যারজন্য মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেছে ৩১ জানুয়ারি ২০২৩ সকাল থেকেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানে ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তবে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২৪ ঘন্টায় সমগ্র পশ্চিমবঙ্গে সর্বোনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় উত্তরে বাতাস প্রবাহিত হবার জন্য শীতের দাপট বৃদ্ধি পাবে সমগ্র পশ্চিমবঙ্গে। আজ কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ৩১ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝার মেঘপুঞ্জ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে তারজন্য বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে ২৪-৪৮ ঘন্টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তারপর হ্রাস পাবে মেঘাচ্ছন্নতা ও বাড়বে ঠাণ্ডার দাপট। ৩১ জানুয়ারি দিনের বেলায় মেঘাচ্ছন্ন হবার জন্য কোথাও কোথাও শীত শীত অনুভূতি কিছুটা বেড়েছে তার মানে এটা নয় শীত পড়তে চলেছে। আসল শীত ৪৮ ঘন্টার মধ্যে আসছে দক্ষিণবঙ্গে।
৩১ জানুয়ারি ২০২৩.
No comments:
Post a Comment