দিনের বেলায় চড়া রোদের নীচে গরম লাগলেও রাত ও ভোরের দিকে কাঁপিয়ে দেবে ভীষণ শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 02, 2023

দিনের বেলায় চড়া রোদের নীচে গরম লাগলেও রাত ও ভোরের দিকে কাঁপিয়ে দেবে ভীষণ শীত।

নিজস্ব সংবাদদাতা: উত্তরে হাওয়া টানছে। আর সেই প্রবল উত্তরে বাতাসের দাপটে চড়চড় করে কমবে সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ৪৮ ঘন্টায়। রোদের তেজ চড়া হবার জন্য দিনের বেলায় রোদের নীচে গরম ও ছাওয়াতে আরামদায়ক আবহাওয়া অনুভব হলেও সূর্যাস্তের পর থেকে চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ ভাবে আবহাওয়া। সূর্যাস্তের পর থেকে কনকনে শীতের দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১১ থেকে ১৪°সে আশেপাশে। অন্যদিকে হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১৩°সে আশেপাশে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১°সে আশেপাশে নেমে যেতে পারে। বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। কনকনে শীতের দাপট মূলত রাতের দিকে অনুভব হবে। প্রদত্ত শীতের স্পেলের বৈশিষ্ট্য হলো দিনের বেলায় সূর্যের তেজ যত চড়া হবে রোদের নীচে দাঁড়ালে গরম অনুভব হবে। রোদ সহ্য হবে না। অন্যদিকে রাতের বেলায় কনকনে ঠান্ডা অনুভব হবে। দক্ষিণবঙ্গের কয়েকটি পকেটে রেকর্ড তাপমাত্রার পতন হবে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০°সে আশেপাশে নেমে যেতে পারে। ৪৮ ঘন্টায় মূলত রৌদ্রজ্জ্বল ও পরিষ্কার আবহাওয়ার সঙ্গে কনকনে শীত ও দাপুটে উত্তরে বাতাস প্রবাহিত হবে। হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান ২৪ পরগণা
নদীয়া জেলার কয়েকটি পকেটে সর্বনিম্ন তাপমাত্রা ১০°সে বা তার নীচে নেমে যেতে পারে। ৪৮ থেকে ৭২ ঘন্টায় জাঁকিয়ে শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
২ রা ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......