প্রবল ঠাণ্ডায় রাম নাম জপছে উত্তর থেকে দক্ষিণ। পুরুলিয়া আর দার্জিলিং আজ ভাই ভাই ৭.০°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 07, 2023

প্রবল ঠাণ্ডায় রাম নাম জপছে উত্তর থেকে দক্ষিণ। পুরুলিয়া আর দার্জিলিং আজ ভাই ভাই ৭.০°সে।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কনকনে শীতে কাঁপছে। উত্তরবঙ্গের পুণ্ডিবাড়ির সর্বোনিম্ন তাপমাত্রা ৭ জানুয়ারি ২০২৩ রেকর্ড করা হয়েছে ৫°সে। এই তাপমাত্রাই হলো সমগ্র পশ্চিমবঙ্গের আজ সবচেয়ে কম তাপমাত্রা। পুণ্ডিবাড়ি হলো ৭ জানুয়ারি ২০২৩ সমগ্র পশ্চিমবঙ্গের শীতলতম স্থান।পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.০°সে ও দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.০°সে। পুরুলিয়া ও দার্জিলিং আজ শীতের দিক থেকে এক। অন্যদিকে কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা বেড়ে ১২°সে হলেও রাজা তো রাজাই আছে। কলকাতার রাজারহাট -নিউটাউন অঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৫°সে। ৬ জানুয়ারির চেয়েও কমে এসেছে সর্বোনিম্ন তাপমাত্রা। অন্যদিকে হাওড়া জেলার আমতা মেলাইপাড়া সিঙ্গেল ডিজিট সর্বনিম্ন তাপমাত্রা কাটালো কাল ও আজ। গতকালের চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা ০.৩°সে বাড়লেও ওটা কিছুই না। হাওড়া জেলার আমতা সিঙ্গেল ডিজিটে হ্যাট্রিক করতে পারে কিনা সেটাই দেখার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমগ্র জায়গায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা ৭-১০°সে আশেপাশে রয়েছে ৭ জানুয়ারি ২০২৩. আগামী ১২ /১৩ জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভব হবে কলকাতা হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে। ১৩/১৪ জানুয়ারি থেকে ১৫/১৬ জানুয়ারি পর্যন্ত সামান্য কমতে পারে শীতের দাপট। ১৬ জানুয়ারি ও তার পর থেকে আবারো ভয়াবহ শীতের দাপট অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালো রকম কাঁপানো শীত অনুভূত হবে। সমগ্র জানুয়ারি মাসজুড়ে হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের দাপট দেখা যাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে।
দেখে নিন ৭ জানুয়ারি ২০২৩ কোথায় কতটা শীতের দাপট?
দার্জিলিং:৭.০°সে
পুরুলিয়া:৭.০°সে
রায়গঞ্জ: ৭.৪°সে
কল্যাণী:৮.২°সে
শ্রীনিকেতন:৮.৪°সে
কালিম্পং:৮.৫°সে
রামসাই:৮.৫°সে
বর্ধমান:৮.৮°সে
মগরা-বাগাটি:৯.০°সে
পানাগড়:৯.০°সে
আমতা (মেলাইপাড়া):৯.১°সে
বাঁকুড়া:৯.২°সে
জলপাইগুড়ি:৯.৪°সে
মালদা:৯.৫°সে
কলাইকুণ্ডা:৯.৬°সে
হাবরা:৯.৭°সে
পূর্বাভাস: ৭/১/২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......