দিনে প্রখর থেকে প্রখরতর রোদের তেজ সাথে গরম ও অসস্তি।খড়্গপু্রের তাপমাত্রা যাবে ৩৫°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, February 10, 2023

দিনে প্রখর থেকে প্রখরতর রোদের তেজ সাথে গরম ও অসস্তি।খড়্গপু্রের তাপমাত্রা যাবে ৩৫°সে।

নিজস্ব সংবাদদাতা: জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে দক্ষিণবঙ্গে আর তার হাত ধরেই আগামী ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের খড়্গপু্রের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৩৫°সেলসিয়াস। বৃষ্টিহীনতা ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় ও সামুদ্রিক জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য চড়চড়িয়ে বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্থানে। এর পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় আরও চড়া রোদের কবলে পড়তে চলেছে মেদিনীপুরের একাধিক অঞ্চল। তারজন্য গরম ও অসস্তি আরও বাড়তে চলেছে। শুধু মাত্র মেদিনীপুর নয় হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ২৪ পরগণা কলকাতা সমগ্র অঞ্চলেই গরম ও অসস্তি বাড়বে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় অবস্থান করছে ও তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কারণে উত্তরে বাতাস ব্লক হয়ে গেছে বা যেটুকু ঢুকছে তা উল্লেখযোগ্য ঠাণ্ডা পড়তে দিচ্ছে না দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই আর একদফা ঠাণ্ডা পড়তে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে। ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত চড়া রোদের পাশাপাশি গরম ও অসস্তি অনুভব হবে। সমগ্র দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩২ থেকে ৩৫°সে আশেপাশে। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গরমের তীব্রতা অন্যান্য যায়গার তুলনায় বেশি থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩-৩৪°সে এর আশেপাশে উঠে যেতে পারে।
১০ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......