এগরা মোহনপুর বেলদার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৪-৩৫°সে আশেপাশে। উত্তপ্ত মেদিনীপুর। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, February 09, 2023

এগরা মোহনপুর বেলদার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৩৪-৩৫°সে আশেপাশে। উত্তপ্ত মেদিনীপুর।

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে বসে আছে উচ্চচাপ বলয় আর সেই উচ্চচাপ বলয়ের হাত ধরেই তরতরিয়ে বাড়ছে তাপমাত্রা মেদিনীপুরে। মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা উঠে যাবে ৩২ থেকে ৩৫°সে এর আশেপাশে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাড়বে গরম। মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সমগ্র মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকায় উচ্চচাপ বলয়ের প্রভাব বেশি থাকবে সঙ্গে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য ঘর্মাক্ত অসস্তি অনুভব হবে। রাতের দিকে সামান্য শীতলতা বা মনোরম আমেজ অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে রোদের তেজ ও গরম। পূর্ব মেদিনীপুরের কাঁথি দীঘা এগরা মোহনপুর দাঁতন বেলদা এই সমস্ত অঞ্চলে ৩২ থেকে ৩৫°সে এর আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে। পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫°সে এর আশেপাশে থাকবে। সুতরাং বেশ গরম অনুভব হবে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার রাতের দিকে শীতলতা তুলনামূলক ভাবে পূর্ব মেদিনীপুরের চেয়ে বেশি থাকবে ৪৮ থেকে ৭২ ঘন্টায়।
৯ ফেব্রুয়ারি ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......