সামনের সপ্তাহে গরমের নতুন টুইস্ট। ভীষণ ঘর্মাক্ত ও কষ্টকর ভীষণ গরমে দক্ষিণবঙ্গ আলুসিদ্ধ হবে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, April 18, 2023

সামনের সপ্তাহে গরমের নতুন টুইস্ট। ভীষণ ঘর্মাক্ত ও কষ্টকর ভীষণ গরমে দক্ষিণবঙ্গ আলুসিদ্ধ হবে।

নিজস্ব সংবাদদাতা: সামনের সপ্তাহে আসছে গরমের নতুন টুইস্ট। ২১ এপ্রিল ২০২৩ এর পর থেকে দখিনা বাতাসের প্রবাহ আরও বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। তবে ২১ এপ্রিলের পর থেকে যে দখিনা বাতাস প্রবেশ করবে তা দক্ষিণবঙ্গে আরামে ভরিয়ে দেবে বলে মনে হয়না। বরং সামুদ্রিক উচ্চচাপ বলয় থেকে আসা দখিনা আদ্র বাতাস দক্ষিণবঙ্গে চলমান গরমে এক নতুন টুইস্ট নিয়ে আসবে এদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বর্তমান সময়ে চলতে থাকা দাবদাহের থেকে কিছুটা কমলেও একেবারে ৩৩-৩৪°সে এ নেমে আসবে সর্বোচ্চ তাপমাত্রা সেরকম হবেনা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৮ এপ্রিলের মধ্যে থাকবে ৩৬ থেকে ৪১°সে এর আশপাশে অর্থাৎ গরম ভালোই অনুভব হবে তার সঙ্গে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য অসস্তিসূচক পাল্লা দিয়ে বাড়বে। পুরো গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাবে দক্ষিণবঙ্গ। সাংঘাতিক গরমের কষ্ট অনুভব হবে। তবে কিছু কিছু সময় যখন দমকা দখিনা বাতাসের গতি কিছুটা বাড়বে তখন উন্মুক্ত স্থানে সাময়িক কিছুটা আরাম মিলতে পারে তার মানে এই নয় ওটা থেকে পাকাপাকি আরাম পেয়ে যাবে দক্ষিণবঙ্গ। সবসময় উন্মুক্ত স্থানে থাকা সম্ভব নয় ঘরের মধ্যে ঢুকতেই হবে আর আবদ্ধ যায়গায় এলে বুঝবে গরমে সেদ্ধ হয়া কাকে বলে। ভয়াবহ ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে ২২ থেকে ২৮ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গে। এদিকে কিছু কিছু পেজে লিখছে দেখছি ৪০°সে এর নীচে নামলে গরমের তীব্রতা কমবে। আমি বলছি ৪০°সে এর নীচে নামতে পারে ঠিকই কিন্তু ভ্যাপসা ও ঘর্মাক্ত অসস্তিকর গরমের দাপট দ্বিগুণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে দখিনা বাতাসের প্রবাহ বাড়লেও বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বেলা ও দুপুরের দিকে তাপপ্রবাহ হতে পারে। আর বৃষ্টির সামান্য কিছুটা সুসংবাদ দিয়ে রাখি ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি হবে পুরো লাকি কুপন প্রতিযোগিতায় লটারি জেতার মতো। সব জায়গায় তো সমান ভাবে ঝড়বৃষ্টি হবেনা। কোথাও ১ দিন পাবে। কোথাও আবার পরপর তিনদিন পাবে আবার কোথাও একেবারে বঞ্চিত থেকে যাবে। আবার ঝড়বৃষ্টি হলে সেটা বিরাট কিছু স্বস্তি দেবে না। গরম যেই কে সেই আবার বেড়ে যাবে। আমি শুধু ভাবছি যে যে অঞ্চলগুলো ওই সময় ঝড়বৃষ্টি পাবেনা তাদের কথা। কি পরিমান ঘর্মাক্ত ও ভীষণ অসস্তিকর ভ্যাপসা গরমের স্বীকার হবে। আপাতত পরের সপ্তাহে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে।
১৮ এপ্রিল ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......