১৬ এপ্রিল ২০২৩
নিজস্ব সংবাদদাতা: শতাব্দীর রেকর্ড ব্রেকিং গরম অনুভব হতে চলেছে ১৮ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে হাওড়া হুগলি ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। সমস্ত বড়ো বড়ো গরমের রেকর্ড ভেঙে দিতে পারে ওই গরম। হাওড়া কলকাতা উত্তর ২৪ পরগণা ও হুগলি জেলার কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ১৮ থেকে ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে ৪৩-৪৫°সে+। ১৮ এপ্রিল থেকে শুষ্ক পশ্চিমা বাতাস হাওড়া হুগলি কলকাতার উপর দিয়ে প্রবাহিত হবে। সাথে সাথে আদ্র ও সামুদ্রিক দক্ষিণ পশ্চিমা বাতাস একেবারে উপকূল ঘেঁষে প্রবাহিত হবে। এক ভয়াবহ দাবদাহ আসতে চলেছে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমার মধ্যে। কখনো ভয়াবহ লু বাতাস আবার কখনো অসস্তিকর ভ্যাপসা গরম দুধরনের গরমের টুইস্ট অনুভব হবে হাওড়া হুগলি কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে। বর্তমানে শক্তিশালী তাপপ্রবাহ আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে ১৮,১৯ ও ২০ এপ্রিল। রোদে বেরোলেই অসম্ভব কষ্টকর গরমে নাজেহাল অবস্থা হবে। মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সর্বদা জলপান করুন। হালকা পোশাক পরুন। ও আর এস গ্রহণ করুন। রোদে বেরোলেই ছাতা ব্যবহার করুন। একাধিক বার স্নান করুন।
No comments:
Post a Comment