২৭ এপ্রিল ২০২৩
নিজস্ব সংবাদদাতা: আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সঙ্গে অতি ভয়াবহ বজ্রপাতের সতর্কতা দেওয়া হলো। বৃষ্টির প্রকৃতি বিক্ষিপ্ত ভাবে অর্থাৎ সব সময় না হলেও যখন যেখানে ঝড়বৃষ্টি হবে সেখানে বজ্রপাত পুরো কাঁপিয়ে দেবে। একেবারে পুরো কানে তালা ধরানো বজ্রপাত দেখা যাবে। ২৭ এপ্রিল ২০২৩ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাতাসের গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার অতিক্রম করে গেছে। আগামী ৭ দিনে প্রতিদিনই দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও ঝড়বৃষ্টি হবে। ঝড়বৃষ্টির প্রকৃতি থাকবে বিক্ষিপ্ত। কখনো রোদ উঠবে ঝকঝকে চকচকে আবার কখনো আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। সঙ্গে থাকবে আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম। দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ অঞ্চলে বাতাসের গতি থাকবে ৪৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঘন্টায় ৯০-১০০+ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে অতি ভয়াবহ বজ্রবিদ্যুৎ যা মানুষের জীবন এক লহমায় কেড়ে নিতে পারে। সুউচ্চ কিউমুলোনিম্বাস মেঘ থেকে ভীষণ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বজ্রপাত হবে CG অর্থাৎ ক্লাউড টু গ্রাউন্ড লাইটেনিং যা মানুষের শরীরে লাগলে শেষ। এই ধরনের বজ্রপাত গাছে আগুন লাগানো থেকে শুরু করে ঘরবাড়ি টিভি ও ইলেকট্রনিক মিডিয়ার ক্ষতি সর্বপরি মানুষের জীবন শেষ করে দিতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা , ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামী ৭ দিনে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝে মাঝে। বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদা দিনাজপুর ও তরাই ডুয়ার্স অঞ্চলে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৭ দিনে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে আকাশে ঘন কালো মেঘ দেখলেই নিরাপদ আশ্রয়ে চলে যান। বাড়ির মধ্যে থাকুন, জলপথ থেকে বিরত থাকুন। বাড়িতে ইলেকট্রনিক মিডিয়া আনপ্লাগড করুন। ধাতব জিনিস ধরবেন না। শুধু বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি নয় ভালোই শিলাবৃষ্টি হতে পারে আগামী ৭ দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment