নিজস্ব সংবাদদাতা: দুপুর থেকে বিকালের মধ্যে বজ্রগর্ভ মেঘসঞ্চার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। দুপুরের পর থেকে শুরু হবে মারাত্মক জীবনহানি কর বজ্রপাত সহ ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রপাত এতটাই মারাত্মক হবে বজ্রপাতে কান ঝালাপালা হয়ে যাবে। খোলা স্থানে বা গাছের নীচে দাঁড়ালে সরাসরি বাজ পড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। পূর্ব মধ্য ভারতের উপর সক্রিয় হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার জন্য দুপুর বা দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘসঞ্চার হতে শুরু করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে। ঘন্টার ৫০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় সাথে কোথাও কোথাও বাতাসের গতি উঠে যেতে পারে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা ও তার বেশি। সাথে হতে পারে শিলাবৃষ্টি। ঝড়বৃষ্টির সঙ্গে থাকবে অতি ভয়াবহ জীবনহানি কর বিপজ্জনক বজ্রপাত। যা সকল বজ্রপাতের মধ্যে ভয়াবহ ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাত। যাকে লাল বজ্রপাত হিসাবে অভিহিত করা হয়। এতটাই এই বজ্রপাত বিপজ্জনক মানুষের উপর পড়লে মৃত্যু অবধারিত। গাছ বা ইলেকট্রনিক মিডিয়ার উপর পড়লে আগুন লেগে যেতে পারে। উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা নদীয়া উভয় ২৪ পরগণা কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গেই। শুধু আজ ৩০ এপ্রিল ২০২৩ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই নয় আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১লা ও ২রা মে ২০২৩ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গজুড়ে
। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির বণ্টন ও পরিমাণের মধ্যে তারতম্য থাকবে। তবে বজ্রগর্ভ মেঘকোষ যে যে অঞ্চলগুলোতে তৈরি হবে বা যে যে অঞ্চলগুলোতে বজ্রগর্ভ মেঘকোষের আওতাধীন হবে সেখানে ভয়াবহ ধরনের বজ্রপাত দেখা যাবে। তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে দেখলে অবশ্যই নিরাপদ আশ্রয়ে চলে যান। দূরে বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে সঙ্গে সঙ্গে মাঠের কাজ থামিয়ে দিয়ে বাড়ি চলে আসুন। কারণ কাজের থেকে নিজের জীবন বাঁচানোটা আগে দরকার। বজ্রপাতের সময় জলে নামবেন না বা জলপথে ভ্রমণ করবেন না। আকাশে কালো মেঘ সঞ্চার হতে দেখলেই ইলেকট্রনিক মিডিয়ার প্লাগ খুলে ফেলুন। ধাতব জিনিসের থেকে দূরে থাকুন।
৩০ এপ্রিল ২০২৩
No comments:
Post a Comment