নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থেকে ঠিক ১১২১ কিলোমিটার নীচেই অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় মোখা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ক্যাটেগরি ৪ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে খুব দ্রুত হারে শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় মোখা যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৪ ঘন্টায় প্রায় খুব দ্রুত হারে শক্তিশালী হয়ে ক্যাটেগরি ২/৩ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ক্যাটেগরি ৪/৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এত দ্রুত হারে শক্তিশালী হয়ে উঠলে সিস্টেমটির ভর অস্বাভাবিক হারে বেড়ে উঠলে সিস্টেমটি খুব একটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের চট্টগ্রামে বা মায়ানমার উপকূলের দিকে যাওয়া চাপের হতে পারে। সেক্ষেত্রে ঝুঁকি বেড়ে যেতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের। তাই পশ্চিমবঙ্গ নিরাপদ তা বলার সময় এখনো আসেনি। ৪৮ ঘন্টা পর বোঝা যাবে পশ্চিমবঙ্গ নিরাপদ না নিরাপদ নয়। বর্তমানে সিস্টেমটি উত্তর ও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বর্তমানে এবং বর্তমানে সিস্টেমটির কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বাতাসের গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় আরো শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড়।
১১ মে ২০২৩ (সন্ধ্যা ৬ টা)
No comments:
Post a Comment