১৫ মে ২০২৩
নিজস্ব সংবাদদাতা: মুড়ি মুড়কির মতো পড়বে বজ্রপাত সাথে প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা বঙ্গজুড়ে। দীর্ঘ দহনজালা কিছুটা মে মাসের তৃতীয় সপ্তাহের ঝড়বৃষ্টি জুড়াবে ঠিকই কিন্তু তৈরি হচ্ছে অতি ভয়াবহ বজ্রপাতের ভ্রুকুটি। মে মাসের ১৬/১৭ থেকে ২৩/২৪ তারিখের মধ্যে বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গেই। ওই সময়ের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গেই কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও কালবৈশাখী বা প্রাক মৌসুমী বজ্রঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হলো। ঘূর্ণিঝড় মোখা মায়ানমার উপকূলে আঘাত হেনে দুর্বল হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা তৈরির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তৈরি হবে ঘূর্ণাবর্ত। যার জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার দিনাজপুর আলিপুরদুয়ার মালদা দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওড়া হুগলি কলকাতা নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনাগাড়ে বেশ কিছুক্ষণ ঝড়বৃষ্টির পর বৃষ্টি বিরতি সময় যাবে আবার বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও স্থানীয় ভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে। সবচেয়ে বড়ো কথা হলো যেসমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে বা বজ্রগর্ভ মেঘের আওতাভুক্ত হবে সেই সমস্ত অঞ্চলে ভয়াবহ রকমের বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত দেখা যাবে। মুহুর্মুহু বজ্রপাত ও ভয়াবহ ক্লাউড টু গ্রাউন্ড লাইটেনিং হতে পারে। তাই বজ্রপাত থেকে আগাম সতর্কতা অবলম্বন করুন।
No comments:
Post a Comment