খুলনার উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা। রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দেখে নিন বিস্তারিত পূর্বাভাস। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, May 24, 2023

খুলনার উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা। রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দেখে নিন বিস্তারিত পূর্বাভাস।

নিজস্ব সংবাদদাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। যার জন্য আগামী ৪৮-৭২ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল নিম্নচাপ অক্ষরেখা সবচেয়ে বেশি সক্রিয় ছিল উত্তর ও মধ্যবঙ্গে সেই সঙ্গে বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে যার জন্য ঐ সমস্ত অঞ্চলে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। ২৪শে মে ২০২৩ নিম্নচাপ অক্ষরেখা নেমে এসেছে দক্ষিণবঙ্গের উপর।যার জন্য আজ দুপুর বা বিকালের দিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন আবার আংশিক মেঘলা থাকবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য ঘর্মাক্ত ও অসস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৪°সে এর আশপাশে। সমগ্র দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায়।
২৪শে মে ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......