ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে দাবদাহ সহ অতি ভয়াবহ ঘর্মাক্ত ও মারাত্মক অসস্তিকর তীব্র ভ্যাপসা গরম। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, May 27, 2023

ধেয়ে আসছে দক্ষিণবঙ্গে দাবদাহ সহ অতি ভয়াবহ ঘর্মাক্ত ও মারাত্মক অসস্তিকর তীব্র ভ্যাপসা গরম।

নিজস্ব সংবাদদাতা: গরম শুধু নয় গরমের যেন চোদ্দগুষ্ঠী আসতে চলেছে সামনের সপ্তাহে। রবিবার অর্থাৎ ২৮ মে ২০২৩ থেকে ক্রমাগত বাড়তে শুরু করবে গরমের তীব্রতা সমগ্র দক্ষিণবঙ্গে এবং যত দিন অগ্রসর হবে ততই ভয়াবহ আকার ধারণ করবে গরমের দাপট। শুধু মাত্র গরম নয় গরমের সঙ্গে টেক্কা দিয়ে বাড়বে ভয়াবহ অসস্তিসূচক। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বর্ধমান জেলায় তাপপ্রবাহ থেকে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৪১ থেকে ৪৬°সে এর আশপাশে। হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ২৪ পরগণা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৩৮ থেকে ৪৩°সে এর আশপাশে। কলকাতা ও পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৩৭ থেকে ৪২°সে এর আশপাশে। অতি ভয়াবহ গরমের পাশাপাশি তাপপ্রবাহ বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অর্থাৎ হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় মারাত্মক ভাবে বেড়ে উঠবে অসস্তিসূচক। গলগল করে ঘাম হবে, তীব্র গরমে নাজেহাল অবস্থা হবে। অসস্তিসূচক হয়তো রেকর্ড ভেঙে ফেলতে পারে। অসস্তিসূচক বা সর্বোচ্চ প্রকৃত তাপমাত্রার বাস্তব অনুভূতি পৌঁছে যেতে পারে ৫৫°সে বা তার বেশি ছাড়িয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও। এই সময়ের মধ্যে কোথাও তেমন উল্লেখযোগ্য ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই তবে হয়তো কয়েকটি স্থানে বিছিন্ন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হলেও হতে পারে তবে তাতে কোনো শান্তি আসবে না। বর্তমান চলমান ঝড়বৃষ্টি বলয় রুদ্রের আজ শেষ দিন এর পর থেকেই খুব কষ্টকর গরম শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি না হওয়ার জন্য ভয়াবহ ধরনের গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।
২৭ মে ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......