বৃষ্টি আশা কোরোনা। প্রচণ্ড ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে মহেশতলা। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হবে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, May 30, 2023

বৃষ্টি আশা কোরোনা। প্রচণ্ড ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে মহেশতলা। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হবে।

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির আশা এখনি করে লাভ নেই বরং ভয়ানক কষ্টকর ভ্যাপসা গরমে সেদ্ধ হয়ে যাবে মহেশতলা বজবজ সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা। বৃষ্টি তাহলে কবে হবে? এই উত্তর দেওয়ার সুষ্পষ্ট ভাবে জানানো এখনি সম্ভব নয়। বরং এটা বলা যেতে পারে মহেশতলা বজবজ ডায়মণ্ড হারবার সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা প্রচণ্ড কষ্টকর ঘর্মাক্ত ভ্যাপসা গরমে নাজেহাল হতেই থাকবে। আপাতত আগামী ৬-৭ দিন তো বৃষ্টির লক্ষণ নেই বললেই চলে। হা পশ্চিমাঞ্চলে টুকটাক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির যে মেঘ পশ্চিমাকাশে বিলীয়মান হতে দেখা যাবে তাই দেখেই আপাতত মনের সাধ পূরণ করতে হবে। আন্দামানে বর্ষা ঢুকেছে এটা শুনতে ভালো লাগলেও তাতে আমাদের কোনো লাভই হবে না এখন এটা থেকে। দুপুরের দিকে দাবদাহ সহ ভীষণ অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হবে মহেশতলা বজবজ সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণায় এখানকার গরমে মানুষ ভাজাপোড়া হয়না বরং সেদ্ধ হয়ে যায়। দরদর করে ঘাম ও শরীর জ্বালা জ্বালা করবে। হয়তো কোনো কোনো দিন সকালে ঘুম থেকে উঠে আকাশে নিম্নস্তরের দ্রুতগামী মেঘ দেখা যাবে যা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওই জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস সোজা চলে যাবে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে তাই লাভ কিছুই হবেনা। মহেশতলা বজবজ সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী ৭২ ঘন্টায় ৩৬ থেকে ৪০°সে এর আশপাশে। সাথে অসস্তিসূচক বেড়ে ৫০ থেকে ৬০°সে এর আশপাশে চলে যেতে পারে। তাই গরমের কষ্ট বেশ কিছুদিন ধরেই চলবে মহেশতলা বজবজ সহ সমগ্র দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
৩০শে মে ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......