১লা জুন ২০২৩ (সন্ধ্যা ৬.১৫ মিনিট)
নিজস্ব সংবাদদাতা: পরিস্থিতি অনুকূল হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগমনের। ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর প্রাক বর্ষার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঘন ঘন প্রাক বর্ষার বৃষ্টি, বাতাসের আদ্রতা না কমা, উপরি স্তরে ধীরে ধীরে পূবালী বাতাসের অনুপ্রবেশ ও ও এল আর কমতে থাকা বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের টেকনাফ, সেন্টমার্টিন, হাটহাজারী, কুতুবদিয়া, মহেশখালী, ফটিকছড়ি সহ চট্টগ্রামের বেশ কিছু যায়গায় আগামী ৫ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সহ আরো বেশ কিছু যায়গায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ বাংলাদেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু যায়গায় বাড়বে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি। বাংলাদেশের বেশ কিছু যায়গায় আগামী ৫-৭ দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখনি বর্ষা প্রবেশের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না আপাতত আগামী ৫ থেকে ৭ দিনে তীব্র থেকে তীব্রতর জ্বালাময় ভ্যাপসা গরম অনুভব হবে। লাগাম ছাড়া থাকবে অসস্তিসূচক। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৫-৬ দিন প্রচণ্ড অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী ৭-৮ দিন দাবদাহ সহ প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গরম অনুভব হবে। বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্য নেই তবে প্রচণ্ড গরমের জন্য বিক্ষিপ্ত ভাবে কোনো কোনো দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হলেও তার জন্য জ্বালাময় গরম থেকে মুক্তি মিলবে না। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা জুন মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। তাই আপাতত জ্বালাময় ভ্যাপসা গরম অনুভব হবে পশ্চিমবঙ্গে।
No comments:
Post a Comment