আজকেও কলকাতা লাকিম্যান। অন্যদিকে কাল থেকে "আনলাকি" হাওড়াতেও নামবে ভারী বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 23, 2023

আজকেও কলকাতা লাকিম্যান। অন্যদিকে কাল থেকে "আনলাকি" হাওড়াতেও নামবে ভারী বৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা: কলকাতা এখন লাকিম্যান প্রতিদিনই কলকাতায় যেন বাঁধাধরা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ২১,২২ ও ২৩শে জুন ২০২৩ বৃষ্টির দিক থেকে হ্যাট্রিক করেছে কলকাতা। তিনদিনই পরপর ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেয়ে গেছে লাকিম্যান কলকাতা। অন্যদিকে হাওড়ার পোড়া কপালে বৃষ্টির বিন্দু পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রতিদিনই মেঘ হচ্ছে কলকাতার উপর দাঁড়িয়ে ঢালছে ঢেলে ওখানেই দুর্বল হয়ে যাচ্ছে বা উত্তর ২৪ পরগণার দিকে চলে যাচ্ছে। হাওড়ার বৃষ্টিভাগ্য কেমন তা একটু আলোচনা করা যাক। ২৩শে জুন ২০২৩ ঠিক দুপুর ১টা নাগাদ বাংলাদেশ দিয়ে ও ২৪ পরগণা দিয়ে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করলো, কলকাতা পর্যন্ত বেশ শক্তি নিয়ে কলকাতাকে ভালো বৃষ্টি দিল। এরপর গঙ্গাপার করে হাওড়া জেলায় মেঘ ঢুকবে হাওড়াবাসীরা সবাই মুখিয়ে আছে এই বোধ হয় বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। পূর্ব আকাশে কালো মেঘ দেখে হাতে সবাই ছাতাও নিয়ে নিয়েছে। ব্যাস তারপর সব শেষ ওই মেঘ গঙ্গা পেরিয়ে হাওড়া আসার আগেই শেষ হয়ে গেল অর্থাৎ দুর্বল হয়ে গেল। এই রকম খারাপ বৃষ্টিভাগ্য বোধ হয় আর কোনো জেলার এখনো পর্যন্ত হয়নি। এরপর ২১শে জুন ২০২৩ দুপুরে কন্টিনিউ বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে চলেছে রাজারহাট নিউটাউন অঞ্চলের উপরে ওই দিন বিকেলে কলকাতার উপর প্রচুর শক্তিশালী বজ্রগর্ভ মেঘসঞ্চার হলো এবং কলকাতা ভাসিয়ে বৃষ্টি। এবারেও ঠিক একই রকম মেঘ ব্রিজ ক্রশ করার আগেই চলে গেল ব্যারাকপুরের দিকে। আর হাওড়া জেলা দেখলো ব্রিজের এপার থেকে কলকাতার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির গুড়ুম গাড়াম শব্দ, দেখলো ঘন কুচকুচে কালো মেঘ। বৃষ্টি সেরকম পেলনা। আর গ্রামীণ হাওড়ার বৃষ্টিভাগ্যের কথা নাই বললাম। চারদিকে বজ্রগর্ভ মেঘ মাঝখান ফাঁকা আর ওই ফাঁকা যায়গাটা হলো গ্রামীণ হাওড়া। এরপরও কলকাতার পাশাপাশি হাওড়াকে সতর্কতা দিয়ে রেখেছিলাম তার কারণ পূর্বাভাসের ঝুঁকি হ্রাস করার জন্য। কলকাতার বজ্রগর্ভ মেঘ প্রসারিত হবার সম্ভাবনা ছিল এবং বজ্রগর্ভ মেঘ ছড়িয়ে ছিটিয়ে তৈরি হচ্ছিল বলে। যাইহোক আগামী ৪৮-৭২ ঘন্টায় হাওড়া জেলার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তার কারণ নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এর পাশাপাশি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। যারজন্য আগামী ৩ দিনে হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে হাওড়া জেলায়। 
২৩শে জুন ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......