২৫শে জুন ২০২৩
নিজস্ব সংবাদদাতা: মহেশতলা ভিজে গেল রাতভর ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে। শুধু মহেশতলাই নয় ডায়মণ্ড হারবার, কাকদ্বীপ, সাগরদ্বীপ নামখানা পাথরপ্রতিমা, ক্যানিং থেকে শুরু করে সমগ্র দক্ষিণ ২৪ পরগণা পেয়ে গেল রাতভর ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগণার কাছে অবস্থান করায় কলকাতাতেও ভালো বৃষ্টি নেমেছিল শুধু নামমাত্র বৃষ্টি পেয়েছে বরুনদেবের অভিশপ্ত হাওড়া। কেন হাওড়া উল্লেখযোগ্য বৃষ্টি পাচ্ছেনা তার অন্যতম কারণ হলো নিম্নচাপের জন্য বেড়েছে পূবালী বাতাসের দাপট আর এই পূবালী বাতাস এতো বাজে যে নিম্নচাপের ক্লাউডব্যাণ্ডের বেশিরভাগ ঠেলে সরিয়ে দেয় ওড়িশার দিকে যারজন্য পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ থাকলেও সববৃষ্টি পেয়ে যায় ওড়িশা। নিম্নচাপ হলে আষাঢ় মাসে ঘন নীল আকাশ দেখে যখন ছদ্ম শরৎকালে মশগুল হয়ে ওঠে হাওড়াবাসী, এদিক ওদিক পেঁজা তুলোর মতো মেঘ সাথে একবার আকাশ কালো হয়ে আবার ঘন নীল আকাশ দেখে মনের মধ্যে স্বপ্নের জাল বুনতে শুরু করে, মনে মনে ফিলিংস আসে পুজো চলে এলো বলে আর তারসঙ্গে দুমদাম চলে ঘন নীল আকাশের ফটো সেশন। ওই আকাশ দেখেই তখন চোখে মুখে আশঙ্কার ছাপ ফুটে ওঠে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের। ভাবনায় আসে যা এবারেও নিম্নচাপের সব বৃষ্টির ফায়দা নেবে ওড়িশা। আর রাত ঘনিয়ে সকাল হতে সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়ে নেয়। সকালে স্যাটেলাইট খুলতেই দেখা যায় সব বৃষ্টিবাহী মেঘ নিয়ে বসে রয়েছে ওড়িশা। অথচ দিব্বি নিম্নচাপ দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলে এমনকি সুন্দরবন উপকূলে আর ঘন মেঘ জমছে ওড়িশার আকাশে। সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভাসছে পুরী, বালেশ্বর, চাদবালি, ভদ্রক, কটক ওড়িশার উত্তর ও মধ্যাঞ্চল। আর হাওড়ার এতটাই ভাগ্য খারাপ যেটুকু পাসিং সাওয়ারের মেঘ জুটছে কপালে তার ঘনত্ব খুব কম আর এত দ্রুতগামী ওই জল ছড়ানোর মতো কোথাও কোথাও বিক্ষিপ্ত টুকটাক বৃষ্টি দিয়েছে আবার কোথাও কোথাও মেঘটাই উড়ে গেছে বৃষ্টি আর নামেনি। এদিকে কাল রাতে সমগ্র দক্ষিণ ২৪ পরগণা ও মেদিনীপুর বেশ ভালো বৃষ্টি পেয়েছে। উইণ্ড ডায়রেকশন এমন ছিল যে ঐ বৃষ্টিটাও ঠিকমতো পায়নি হাওড়া। যাইহোক এই নিম্নচাপের জলে থাকা মেদিনীপুরের জন্য মঙ্গল হলেও হাওড়ার জন্য মঙ্গলজনক নয়। ও যতদিন জলে থাকবে ততদিন হাওড়া ঠিকঠাক বৃষ্টি পাবেনা। আশা করা যায় ২৫/২৬শে জুন ২০২৩ এর মধ্যে নিম্নচাপ ওড়িশায় ঢুকে যাবে। তারপর ভালো বৃষ্টি পেলেও পেতে পারে হাওড়া ২৬ থেকে ২৮শে জুন ২০২৩ এর মধ্যে।
No comments:
Post a Comment