২১শে জুন ২০২৩ (সন্ধ্যা)
নিজস্ব সংবাদদাতা: কলকাতার অধিকাংশ অঞ্চলে দুপুরের পর আজ ভেসেছে হাঁটু জলে দুপুর গড়ানোর পর বিকেল হতেই আকাশ ঘনকালো করে ভারী বৃষ্টির কবলে পড়ে কলকাতা সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। অন্যদিকে হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায় শুধুই একফোঁটা বৃষ্টির জন্যে হাহাকার আর ওদিকে কলকাতা ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে। হাওড়া জেলার পশ্চিমাঞ্চল যেমন আমতা উদয়নারায়নপুর জগৎবল্লভপুর পাঁচলা বাগনান উলুবেড়িয়া শ্যামপুর পুরো শুকনো থেকেছে অন্যদিকে বালি হাওড়া শহর লিলুয়া সহ হাওড়ার পূর্বাঞ্চল মোটামুটি ভালোই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি পেয়েছে। মোটামুটি ভাবে আজকের বজ্রগর্ভ মেঘ তৈরি হয় স্থানীয় ভাবে তাই কোথাও প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি আবার কোথাও কিছুই নেই। আজ প্রতিটা জেলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেয়েছে হুগলি বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ২৪ পরগণা বীরভূম মুর্শিদাবাদ সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। শুধু মাত্র হাওড়া জেলাই সেভাবে বৃষ্টি আজ পেলনা। তবে দুঃখের কিছুই নেই। আগামী ৪৮-৭২ ঘন্টায় আরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেয়ে যাবে হাওড়া জেলা।
No comments:
Post a Comment