নিজস্ব সংবাদদাতা: আরো শক্তিশালী দাবদাহ সহ ভীষণ কষ্টকর গরমের সতর্কতা দক্ষিণবঙ্গে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। আপাতত জুনের ১৫ তারিখ পর্যন্ত তীব্র গরম থেকে মুক্তি মিলবে না বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ বা শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা থাকলেও তাহা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অভিমুখী না হবার সম্ভাবনা বেশি এর পাশাপাশি আরবসাগরে বিধ্বংসী ঘূর্ণিঝড় সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম থেকে মুক্তি মিলবে না। বরং জোড়া নিম্নচাপের প্রভাবে সক্রিয় হবে পশ্চিমা শুষ্ক বাতাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪২°সে এর উপর। দিনের এক সময় দক্ষিণবঙ্গে ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ, লু হাওয়া বয়ে যাবে ও বিকাল ও তারপর থেকে দখিনা বাতাস ঢুকে বাড়াবে ভীষণ ঘর্মাক্ত ও অসস্তিকর গরম। কখনো ভয়াবহ দাবদাহ আবার কখনো প্রচণ্ড ঘর্মাক্ত ও অসস্তিকর গরমে নাজেহাল হয়ে পড়বে দক্ষিণবঙ্গ।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০°সে ও তার উপরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ক্ষণস্থায়ী ও বিক্ষিপ্ত প্রকৃতির হতে পারে তবে ভয়াবহ দাবদাহ ঘর্মাক্ত ও চরম কষ্টকর গরম থেকে মুক্তির সম্ভাবনা নেই। তাপমাত্রার দিক থেকে ও স্বল্প থেকে মধ্যমেয়াদি সবচেয়ে সঠিক দুটি নিউমেরিক্যাল মডেল হলো ইসিএমডব্লুএফ মডেল ও আইকন মডেল।
ইসিএমডব্লুএফ মডেল: প্রদত্ত মডেল অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৪০°সে থেকে ৪৫°সে এর আশপাশে। খড়্গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৪১ থেকে ৪৫°সে +
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৩৯ থেকে ৪৪°সে+ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। বয়ে যাচ্ছে দুপুরের দিকে ভয়াবহ দাবদাহ।
আইকন মডেল: আইকন মডেল অনুযায়ী দক্ষিণবঙ্গের মধ্য ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৪১-৪৩°সে+ ও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৩৮-৪১°সে+ এর আশপাশে।
জি এফ এস বা গ্লোবাল ফোরকাস্টিং মডেল অনুযায়ী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৪৪-৪৫°সে+ ও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাচ্ছে ৩৮-৪২°সে এর আশপাশে। ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহ ও অসস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হবে দক্ষিণবঙ্গের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে।
৪ঠা জুন ২০২৩
No comments:
Post a Comment