উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে অনেক দেরি।কষ্টকর গরম থেকে মুক্তি নেই। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, June 07, 2023

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে অনেক দেরি।কষ্টকর গরম থেকে মুক্তি নেই।

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ তীব্র গরমে পুড়লেও উত্তরবঙ্গ যেন এখন লাকিম্যান। জুনের ১১ থেকে ১৫ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকে যাবে বর্ষা। ১১ ই জুন বা তারপর থেকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। ১০ থেকে ১২ জুনের মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও তৎসংলগ্ন তরাই ডুয়ার্স অঞ্চলে প্রাক বর্ষাকালীন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে এবং ১১ থেকে ১৫ই জুন ২০২৩ এর মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায় বর্ষা প্রবেশ করে যাবে তাই তাপপ্রবাহ ওই সমস্ত অঞ্চলে কমে যাবে। উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রঙপুর সিলেট ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল ও তৎসংলগ্ন এলাকায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে। ১১ থেকে ১৫ই জুন ২০২৩ এর মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং দিনাজপুর জেলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৫ই জুন ২০২৩ এর মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রঙপুর সিলেট ময়মনসিংহ সহ উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা পাওয়া গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ঢের দেরি আছে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুকূল পরিবেশ পেলে হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। আপাতত যতদিন না বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করছে ততদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ভয়াবহ কষ্টকর গরম, দাবদাহ ও তাপপ্রবাহ চলতে থাকবে। কোথাও কোথাও ভয়াবহ তাপপ্রবাহ ও মারাত্মক কষ্টকর ভ্যাপসা গরম অনুভব হবে। পশ্চিমাঞ্চলের তো আরো করুন পরিণতি অপেক্ষা করছে। অতি তীব্র দাবদাহের সতর্কতা আগামী ৭ থেকে ১০ দিনে। উত্তরবঙ্গে বর্ষার বঙ্গোপসাগরের শাখা প্রবেশ করতে চলেছে। এই শাখা দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশে তেমন কিছু ভূমিকা পালন করবেনা। কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে আরবসাগরের শাখার হাত ধরে কিন্তু আরবসাগরের ঘূর্ণিঝড় বিপর্যয় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে বিপর্যয় তৈরি করেছে। ওই নিম্নচাপ কেরালায় মৌসুমী বায়ু প্রবেশ করতে দেয়নি এবং বর্ষার আরবসাগরীয় শাখার এনার্জি শুষে নিয়ে আপাতত দুর্বল করে দিয়েছে যারজন্য ওই শাখা কেরালায় প্রবেশ করতে দেরি আছে। আশা করা যায় জুন মাসের দ্বিতীয় সপ্তাহে কেরালায় মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অনুমান করা হচ্ছে জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হতে পারে। তাই আপাতত জ্বালাময় ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গের মুক্তি নেই এখন বেশ কিছুদিন।
৭ই জুন ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......