নিজস্ব সংবাদদাতা: জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন লং রেঞ্জ ওয়েদার প্রেডিকশন মডেল অনুযায়ী জুলাই থেকে চরচরিয়ে আরো বাড়তে শুরু করবে এলনিনোর দাপট আগষ্ট সেপ্টেম্বর মাসে তা আরো মাত্রাছাড়া হতে চলেছে। NCICS কম্বাইন্ড লঙরেঞ্জ মডেল অনুযায়ী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে ও এল আর ভ্যালু বেড়ে যাচ্ছে অর্থাৎ পরিমণ্ডলে জলীয় বাষ্প ও মেঘের পরিমাণ কম থাকার সম্ভাবনা ইঙ্গিত করছে যা জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি লো, এম জে ও, কেলভিন ও রসবি সাপোর্ট কোনো কিছুই দক্ষিণবঙ্গের উপর দেখাচ্ছে না। সামগ্রিক ভাবে বললে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে মৌসুমী অক্ষরেখা যথেষ্ট দুর্বল হবার ইঙ্গিত দিচ্ছে NCICS এরকম পরিস্থিতি তৈরি হলে বিক্ষিপ্ত ভাবে বজ্রবৃষ্টি ও মারাত্মক কষ্টকর ভ্যাপসা গুমোট গরম শুরু হতে পারে এবং তা দীর্ঘস্থায়ী হতে পারে। এরকম দীর্ঘসময় ব্যাপী উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিহীনতা হলে জুলাই মাসেও আমরা দেখে ফেলতে পারি একটা তাপপ্রবাহ। তবে তার আগে কমবেশি মোটামুটি বৃষ্টি পেয়ে যাবে দক্ষিণবঙ্গ। আপাতত জুনের শেষ সপ্তাহ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
জুলাইয়ের প্রথম সপ্তাহেও একদফা ভালো বৃষ্টি বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কিন্তু তারপর?? তারপরের পরিস্থিতি দেখে খুবই চিন্তিত আমরা দীর্ঘসময় ধরে উল্লেখযোগ্য বৃষ্টিহীনতা তৈরি হতে পারে জুলাইয়ের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে এই পরিস্থিতি আদৌ কতটা তৈরি হবে বা প্রভাব কতটুকু পড়বে সে নিয়ে আমরা কড়া নজরদারি চালাচ্ছি। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি উল্লেখযোগ্য বৃষ্টি না হয় তাহলে হয়তো খরা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে এখনি ভয় পাওয়ার কিছু নেই এই পূর্বাভাস অনেকটা লঙ রেঞ্জ তাই পূর্বাভাস পরবর্তী সময়ে পরিবর্তন হলেও হতে পারে। আপাতত জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহে ভালো বৃষ্টির ইঙ্গিত আছে দক্ষিণবঙ্গে।
২৫শে জুন ২০২৩
No comments:
Post a Comment