ময়শ্চার ইনকারশন বৃষ্টিতে ভেসে যাবে হাওড়া কলকাতা। ভারী বৃষ্টির মজা নেবে ২৪ পরগণা। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 25, 2023

ময়শ্চার ইনকারশন বৃষ্টিতে ভেসে যাবে হাওড়া কলকাতা। ভারী বৃষ্টির মজা নেবে ২৪ পরগণা।

নিজস্ব সংবাদদাতা: ময়শ্চার ইনকারশন বৃষ্টিতে ভাসবে হাওড়া কলকাতা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা ২৬ থেকে ২৮শে জুন ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ক্রমশ এগিয়ে চলেছে ওড়িশার দিকে। নিম্নচাপ ওড়িশার দিকে এগিয়ে আসার জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। নিম্নচাপ অক্ষরেখা ও প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশনের প্রভাবে ২৬ থেকে ২৮শে জুন ২০২৩ পর্যন্ত সময়সীমার মধ্যে হাওড়া , কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সঙ্গে বয়ে যাবে দমকা হাওয়া। ব্যাক টু ব্যাক বৃষ্টির স্পেলে তৈরি হবে জলমগ্নতা। কলকাতা হাওড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল ভাসবে ভারী বৃষ্টিতে। আগামী ৪৮-৭২ ঘন্টায় বৃষ্টি কেমন হতে চলেছে এবিষয়ে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ঘ্য বটব্যালকে জিজ্ঞেস করলে তিনি জানান নিম্নচাপ বঙ্গোপসাগরে থাকার কারণে বঙ্গোপসাগরের উপর মেঘমালা কেন্দ্রীভূত হয়েছিল যারজন্য উপকূল অঞ্চলের দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর কিছুটা বৃষ্টি পেলেও হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলের বেশিরভাগ শুখা ছিল। এর পাশাপাশি পূবালী বাতাসের দাপট বেড়ে যাওয়ার কারণে নিম্নচাপের বেশিরভাগ মেঘ কেন্দ্রীভূত হচ্ছিল ওড়িশা উপকূলের দিকে তাই ওড়িশা বৃষ্টি পেলেও পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য মাত্রায় বৃষ্টি হচ্ছিল না। তবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে নিম্নচাপ স্থলভাগের মধ্যে প্রবেশ করতে থাকায় উপকূলে নিম্নচাপ অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে সিফ্ট হতে শুরু করেছে এবং পরবর্তী ৭২ ঘন্টায় নিম্নচাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি উত্তরবঙ্গে নিম্নচাপ অক্ষরেখা খুব ধীরে ধীরে সিফ্ট হবে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংযুক্তি ঘটবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় এর পাশাপাশি উপকূলীয় এলাকায় মনসুন সার্জ তৈরি হবে। যার জন্য ২৬ থেকে ২৮শে জুন ২০২৩ এর মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি বাড়বে এবং হাওড়া কলকাতা হুগলি ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি। বয়ে যাবে দমকা হাওয়া। সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির।
২৫শে জুন ২০২৩ (সন্ধ্যা ৬.৫২ মিনিট)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......