বয়ে যাবে দমকা হাওয়া, দফায় দফায় জোর বৃষ্টি, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হুগলি জেলায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 20, 2023

বয়ে যাবে দমকা হাওয়া, দফায় দফায় জোর বৃষ্টি, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হুগলি জেলায়।

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি নেই, বৃষ্টি নেই করে করে হুগলি জেলা কিন্তু ভালো গেম দিয়ে দিয়েছে। এদিকে অন্যান্য জেলা যখন ঘর্মাক্ত ও চরম অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরমে নাজেহাল হচ্ছিল তখন স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে প্রতিদিনই কমবেশি বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি পেয়েছে। হুগলি এমন একটি যায়গায় অবস্থিত যার জন্য একদিক থেকে পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির ফায়দা নেয় আবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকেও বৃষ্টি পেয়ে যায়। আসন্ন দিনে আরো বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পেতে চলেছে হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চল। আরামবাগ, গোঘাট তারকেশ্বর খানাকুল ধনিয়াখালি চাঁপাডাঙ্গা চুঁচুড়া চণ্ডীতলা শ্রীরামপুর চন্দননগর সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী ৭২-৯৬ ঘন্টায়। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর নেমে আসায় এবং পশ্চিমবঙ্গ -বাংলাদেশ লাগোয়া অঞ্চলে ঘূর্ণাবর্তের সম্ভাবনা তৈরি হবার কারণে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে হুগলি জেলার বিভিন্ন স্থানে। হুগলি জেলার আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের অন্যতম আবহাওয়া বিশ্লেষক অর্ণব চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান আসন্ন দিনে হুগলি জেলার বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর কারণ হিসেবে তিনি জানান মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানে নেমে এসেছে এবং আসন্ন দিনে অতি মাত্রায় সক্রিয় হয়ে উঠতে চলেছে, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়ছে হুগলি জেলায়।
২১শে জুন ২০২৩ (রাত্রি)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......