বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের সম্ভাবনা। গভীর নিম্নচাপের সম্ভাবনা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, July 11, 2023

বঙ্গোপসাগরে বাড়ছে নিম্নচাপের সম্ভাবনা। গভীর নিম্নচাপের সম্ভাবনা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে।

নিজস্ব সংবাদদাতা: বর্ষা প্রবেশের পর থেকে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য শক্তিশালী কোনো নিম্নচাপ সৃষ্টি হয়নি বঙ্গোপসাগরে। হাতে গোনা মাত্র দুটি পাতি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ম্যাডেন জুলিয়ান ওশিলেশন বঙ্গোপসাগরে সক্রিয় হতে চলায় শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা জোরদার হচ্ছে বঙ্গোপসাগরে। এখনো পর্যন্ত সর্বশেষ বিশ্লেষণে দেখা যাচ্ছে ১৭ই জুলাই ২০২৩ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে যা পরবর্তী ১৮ থেকে ২০শে জুলাইয়ের মধ্যে শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপ ও পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু ওয়েদার মডেল সিস্টেমটিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবার ইঙ্গিত দিচ্ছে। জুলাই মাসে সৃষ্টি হওয়া নিম্নচাপের বেশিরভাগ অভিমুখ থাকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে। আপাতত আসন্ন নিম্নচাপের প্রভাবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে উল্লেখযোগ্য মাত্রায় বৃষ্টি ও দমকা হাওয়া বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন জেলাগুলোতে। ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই নয় জুলাই মাসের চতুর্থ সপ্তাহেও বঙ্গোপসাগরে আরেকটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১১ই জুলাই ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......