মহেশতলা থেকে ২৫৮ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে বাংলাদেশের বরিশাল উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 14, 2023

মহেশতলা থেকে ২৫৮ কিমি পূর্ব দক্ষিণ পূর্বে বাংলাদেশের বরিশাল উপকূলে তৈরি ঘূর্ণাবর্ত।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থেকে ২৫৮ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের বরিশাল উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ অক্ষরেখা কলকাতা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঘূর্ণাবর্তটি ৪৮ ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত / নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে ১৪ জুলাই ২০২৩ বিকাল থেকে পরবর্তী ৭২ থেকে ৯৬ ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাবে। নিম্নচাপের প্রভাবে কলকাতা হাওড়া শহরে বেশ ভালোমতোই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। মহেশতলা, বজবজ সহ দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রদত্ত ঘূর্ণাবর্তাটি বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে যারজন্য ভালো বৃষ্টি পেতে চলেছে কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গ আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টায়।
১৪/৭/২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......